Album: Hridoy Onurage
Singer: Subhamita Banerjee
Music: Rajan Saha
Label: Studio Joya
Released: 2020-11-26
Duration: 04:35
Downloads: 6806
রিনিঝিনি বৃষ্টিতে তোমার হৃদয়-অনুরাগে সারাদিন আমার কেটে যায় রিনিঝিনি
বৃষ্টিতে তোমার হৃদয়-অনুরাগে সারাদিন আমার কেটে যায় ওই
মেঘের অধর চেপে আকাশের বুক কেঁপে কেঁপে বরষা ঝরে
যায় ও, রিনিঝিনি বৃষ্টিতে তোমার হৃদয়-অনুরাগে সারাদিন আমার
কেটে যায় সেই বৃষ্টিস্নাত শুভ্রতায় ভালোবাসার কমনীয়তায় সেই
বৃষ্টিস্নাত শুভ্রতায় ভালোবাসার কমনীয়তায় তোমায় ঘিরে স্বপ্ন আমার জেগে
রয় রিনিঝিনি বরষার শব্দে শুনি আমার হৃদয়ের নিভৃতে
চলা তোমার পদধ্বনি ও, রিনিঝিনি বৃষ্টিতে তোমার হৃদয়-অনুরাগে
সারাদিন আমার কেটে যায় শ্রাবণ ফেলেছে শীতল জল,
ধরণী হয়েছে শ্যামল শ্রাবণ ফেলেছে শীতল জল, ধরণী হয়েছে
শ্যামল তুমি আমার এত আপন, হয়েছি প্রেমে অতল
বরষা জলের মতো ভালোবাসা ঝরিয়েছো আমার জীবনে এসে বাতায়নে
দাঁড়িয়েছো ও, রিনিঝিনি বৃষ্টিতে তোমার হৃদয়-অনুরাগে সারাদিন আমার
কেটে যায় ও, রিনিঝিনি বৃষ্টিতে তোমার হৃদয়-অনুরাগে সারাদিন আমার
কেটে যায় ওই মেঘের অধর চেপে আকাশের বুক
কেঁপে কেঁপে বরষা ঝরে যায় ও, রিনিঝিনি বৃষ্টিতে
তোমার হৃদয়-অনুরাগে সারাদিন আমার কেটে যায়