Album: Iche
Singer: Popeye
Music: Popeye
Lyrics: Popeye
Label: Universal Music India .
Released: 2015-07-15
Duration: 05:53
Downloads: 7843
চাদটাকে দেখব ছুয়ে জলব সুখতারা হয়ে, শুধু এ চাওয়া
বেশি কিছু চাইনা তো রংধনু ফোটাব... আকাশে যখন চাবো.
সপ্ন এ দেখা বেশি কিছু নাতো. অনন্ত করবো
জয় ইচ্ছেরা এমনি হয়: 3 চাইলেই হয়ে যাব, কখোনো
পাখি উড়বো আকাশ জুড়ে দিব ঘুরাল প্রিথিবি। তারা রা
ঝড়বে সব হয়ে শিশির সাজাবো নিজের মত যা ইচ্ছে
তা করবো সব ই :-D সূর্য টা হলে
কালো, দেখতে লাগে কেমন বলো শুধু এ দেখা, বেশি
কিছু নাতো সাগরের গভীর তলে, জল পরীরা কি
করে শুধু এ জানা বেশি কিছু নাতো রূপকথাও
করবে ভয় ইচ্ছেরা এমনি হয়... আগুন হয়ে যাবে জল
পাথর বালি. শান্ত হয়ে যাবে ঝড় সকাল বেলা জোনাকি
হাসবো আমি আবার কাদবে তুমি সাজাবো নিজের মত যা
ইচ্ছে তা করবো সবই যদি ইচ্ছে জাগে মনে
রাংাবো রংগিন রংগে চোখে আছে যত আছে জল জমে,
সুখের তুলিতে... যদি ইচ্ছে জাগে মনে রাংাবো রংগিন
রংগে চোখে আছে যত আছে জল জমে, সুখের তুলিতে...
যদি ইচ্ছে করে আমার এ হ্রিদয়ে আমি সাজাবো
সবই নিজের মত করে চাদটাকে দেখব ছুয়ে জলব
সুখতারা হয়ে, শুধু এ চাওয়া বেশি কিছু চাইনা তো
রংধনু ফোটাব... আকাশে যখন চাবো. সপ্ন এ দেখা বেশি
কিছু নাতো. -অনন্যা