Album: Jao Pakhi Bolo Tare
Music: Krishnokoli Islam, Arnob
Lyrics: Krishnokoli Islam
Label: Laser Vision
Released: 2009-05-22
Duration: 03:28
Downloads: 196898
সোনারও পালঙ্কের ঘরে লিখে রেখে ছিলেম দ্বারে যাও পাখি
বলো তারে সে যেন ভোলে না মোরে সুখে থেক,
ভালো থেক মনে রেখ এ আমারে বুকের ভেতর
নোনা ব্যথা চোখে আমার ঝরে কথা এপার ওপার তোলপার
একা বুকের ভেতর নোনা ব্যথা চোখে আমার ঝরে কথা
এপার ওপার তোলপার একা যাও পাখি বলো তারে
সে যেন ভোলে না মোরে সুখে থেক, ভালো থেক
মনে রেখ এ আমারে মেঘের ওপর আকাশ ওড়ে
নদীর ওপার পাখির বাসা মনে বন্ধু বড়ো আশা মেঘের
ওপর আকাশ ওড়ে নদীর ওপার পাখির বাসা মনে বন্ধু
বড়ো আশা যাও পাখি, যারে উড়ে তারে কয়ো
আমার হয়ে চোখ জ্বলে যায় দেখব তারে মন চলে
যায় অদূর দূরে যাও পাখি বলো তারে সে
যেন ভোলে না মোরে সুখে থেক, ভালো থেক মনে
রেখ এ আমারে সোনারও পালঙ্কের ঘরে লিখে রেখে
ছিলেম দ্বারে যাও পাখি বলো তারে সে যেন ভোলে
না মোরে সুখে থেক, ভালো থেক মনে রেখ এ
আমারে