Album: Jodi Hothat Hariye Jai
Music: Debarshi Halder, Bipra Bala
Lyrics: Debarshi Halder
Label: Calcutta Art Music
Released: 2022-10-07
Duration: 06:49
Downloads: 3164
যদি হঠাৎ হারিয়ে যাই যদি হঠাৎ মেঘ পালাই বলো
আমায় দু′হাত মেলে খুঁজবে কি? যদি বারুদ ভেজা গায়ে
আমি তোমার সামনে যাই বলো আমায় স্পর্শ করবে কি?
চেনা মানুষ বদলে যায় সময়-অসময় ওই ভোরের কুয়াশায়
এ মন ছুটে পালায় তবু আমি ভালোবাসি তোমায়
শুধু আমি ভালোবাসি তোমায় তোমায়, তোমায়, তোমায়, তোমায় তোমায়,
তোমায়, তোমায়, তোমায় তোমার স্নিগ্ধতায় আমি মেতে উঠি
এইভাবে ঐ দূর সীমানায় থেকে যাবো একসাথে শুধু
বলো হাত ছাড়বে না শুধু বলো ছেড়ে যাবে না
আমাকে, আমাকে, আমাকে, আমাকে আমাকে, আমাকে, আমাকে, আমাকে
যদি হারিয়ে যেতে চাই তুমি জাপটে ধরবে হায় মেরে
বলবে, 'আর ছাড়ছি না' যেখানে সূর্য উদয় হয় ওই
নীল সীমানায় আমাদের স্বপ্ন সব অপেক্ষায় চলো যাই,
চলো যাই, চলো যাই, চলো যাই চলো যাই, চলো
যাই, চলো যাই, চলো যাই কখনো তোমার জেদ
কখনো আমার তেজ যদি একবারও ভুলেটুলে কিছু বলে থাকি
আমার কানটা টেনে নিয়ে বেশ করে মলে দিয়ে বিরাগী
মুখে জড়িয়ে ধরবে কি? হারিয়ে, হারিয়ে যাবো না
তোমায় ছেড়ে তোমাকে, তোমাকে-আমাকে রাখবো বেঁধে