Album: Jodi Kokhono
Singer: Anindita Chatterjee
Music: Deep-Loy
Lyrics: Deep-Loy
Label: Amara Muzik
Released: 2017-03-07
Duration: 04:51
Downloads: 48017
যদি কখনো তুমি না থাকো তুমি আর দুদিকে পথ
হয় দুজনার হৃদয়ে শূন্যতা উঠে যদি হাহাকার কিছু পাওয়া
কিছু না পাওয়ার! হোওও যদি কখনো তুমি না
থাকো তুমি আর দুদিকে পথ হয় দুজনার হৃদয়ে শূন্যতা
উঠে যদি হাহাকার কিছু পাওয়া কিছু না পাওয়ার! তখনো
দাড়িয়ে, মন বাড়িয়ে তোমাতে হারিয়ে হবো যে একাকার, একাকার...
আমার চাওয়াতে, আছো তুমি তাতে এ চাওয়ার শেষ কিছু
নেই! মরন এলেও, ওপারে গেলেও চাইবো শুধু তোমাকেই আমার
চাওয়াতে, আছো তুমি তাতে এ চাওয়ার শেষ কিছু নেই!
মরন এলেও, ওপারে গেলেও চাইবো শুধু তোমাকেই!!! করিনি
ভাবনা, পাবো কি পাবোনা ভেবেছি ছেড়েতো যাবোনা না বলা
সব কথা হৃদয়ে কি যে ব্যাথা কখনো তুমি জানবে
না! সময় হারালে, চোখেরি আড়ালে চোখ তোমাকে খুঁজবেই.
...Instrumental... আমার চাওয়াতে, আছো তুমি তাতে এ চাওয়ার
শেষ কিছু নেই! মরন এলেও, ওপারে গেলেও চাইবো শুধু
তোমাকেই!! আমার চাওয়াতে, আছো তুমি তাতে এ চাওয়ার শেষ
কিছু নেই! মরন এলেও, ওপারে গেলেও চাইবো শুধু তোমাকেই...