Album: Jodi Sorone Aashe More
Singer: Firoza Begum
Music: Kazi Nazrul Islam
Lyrics: Kazi Nazrul Islam
Label: Sony Music India / 550 Music
Released: 2018-08-10
Duration: 06:19
Downloads: 487
শাওন রাতে যদি স্মরণে আসে মোরে বাহিরে ঝড় বহে
নয়নে বারি ঝরে শাওন রাতে যদি স্মরণে আসে মোরে
বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে শাওন রাতে যদি
ভুলিয়ো স্মৃতি মম নিশীথ স্বপন সম ভুলিয়ো স্মৃতি
মম নিশীথ স্বপন সম আঁচলের গাঁথা মালা ফেলিয়ো পথ
পরে বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে শাওন
রাতে যদি ঝুরিবে পুবালি বায় গহন দূর বনে
রহিবে চাহি তুমি একেলা বাতায়নে ঝুরিবে পুবালি বায় গহন
দূর বনে রহিবে চাহি তুমি একেলা বাতায়নে বিরহী
কুহু কেকা গাহিবে নীপ-শাখে যমুনা নদী পাড়ে শুনিবে কে
যেন ডাকে বিরহী কুহু কেকা গাহিবে নীপ-শাখে যমুনা নদী
পাড়ে শুনিবে কে যেন ডাকে বিজলী দীপ শিখা
খুঁজিবে তোমায় প্রিয়া দু′হাতে ঢেকো আঁখি যদি গো জলে
ভরে বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে শাওন
রাতে যদি স্মরণে আসে মোরে বাহিরে ঝড় বহে নয়নে
বারি ঝরে শাওন রাতে যদি স্মরণে আসে মোরে