Album: Jogot Vora Vondami
Music: Kamruzzaman Rabbi, Ahmed Sajeeb
Lyrics: Sarkar Sujon
Label: 4D Music
Released: 2023-05-11
Duration: 04:52
Downloads: 830
'সত্য বল, সুপথে চল' চলে না আর সে বাণী
মিথ্যা যত মজা তত, জগতভরা ভণ্ডামি 'সত্য বল, সুপথে
চল' চলে না আর সে বাণী মিথ্যা যত মজা
তত, জগতভরা ভণ্ডামি ভণ্ড প্রেমের ভণ্ড ক্রেতা মজা
লুটে দোকানদার প্রেমিকমনা প্রেমরসনা বসাইলো রে হাটবাজার প্রেমিকমনা
প্রেমরসনা বসাইলো রে হাটবাজার সত্য কথা এই জগতে
বড্ড বেমানান সত্য বললে নিজের গিন্নিও করে অভিমান সত্য
কথা এই জগতে বড্ড বেমানান সত্য বললে নিজের গিন্নিও
করে অভিমান নিজের ঘরে নিজেই দোষী নিজের ঘরে
নিজেই দোষী, মিথ্যা করে দেন-দরবার প্রেমিকমনা প্রেমরসনা বসাইলো
রে হাটবাজার প্রেমিকমনা প্রেমরসনা বসাইলো রে হাটবাজার 'তুমি
আমার, আমি তোমার' কত মধুর কথা স্বার্থ শেষে কেটে
পড়ে বুকে দিয়ে ব্যথা 'তুমি আমার, আমি তোমার' কত
মধুর কথা স্বার্থ শেষে কেটে পড়ে বুকে দিয়ে ব্যথা
নকলের ভিড়ে আসল করে নকলের ভিড়ে আসল করে
শুধু হাহাকার প্রেমিকমনা প্রেমরসনা বসাইলো রে হাটবাজার প্রেমিকমনা
প্রেমরসনা বসাইলো রে হাটবাজার 'সত্য বল, সুপথে চল'
চলে না আর সে বাণী মিথ্যা যত মজা তত,
জগতভরা ভণ্ডামি 'সত্য বল, সুপথে চল' চলে না আর
সে বাণী মিথ্যা যত মজা তত, জগতভরা ভণ্ডামি
ভণ্ড প্রেমের ভণ্ড ক্রেতা মজা লুটে দোকানদার প্রেমিকমনা
প্রেমরসনা বসাইলো রে হাটবাজার প্রেমিকমনা প্রেমরসনা বসাইলো রে হাটবাজার