Album: Jonak Pakhi
Singer: Chander Gari, Shahedur Rahman
Music: Khandkar Nazmus Sakib
Lyrics: Rudroneel Ahmed
Label: Bengal Pictures
Released: 2022-02-01
Duration: 03:32
Downloads: 859
এই স্বপ্নঘরের দেয়াল জুড়ে আকাশ দেখার চোখ তোমার স্বপ্ন
ভাঙার গানটা না-হয় আজকে আমার হোক এই স্বপ্নঘরের
দেয়াল জুড়ে আকাশ দেখার চোখ তোমার স্বপ্ন ভাঙার গানটা
না-হয় আজকে আমার হোক বলো, 'জোনাক পাখি, জোনাক
পাখি' 'মৃত্যু কত দূরে?' 'আমি তোমার জন্য গাইছি এ
গান' 'মন ভাঙনের সুরে' বলো, 'জোনাক পাখি, জোনাক
পাখি' 'মৃত্যু কত দূরে?' 'আমি তোমার জন্য গাইছি এ
গান' 'মন ভাঙনের সুরে' তুমিও কি স্বপ্ন দেখে
চমকে ওঠো কেঁদে? আমার মতন মরছ কি আর গলা
সেধে সেধে তুমিও কি স্বপ্ন দেখে চমকে ওঠো
কেঁদে? আমার মতন মরছ কি আর গলা সেধে সেধে
আমার মনের নিশানা ভালো না স্বপ্ন ছুঁতে পারে
না বলো, 'জোনাক পাখি, জোনাক পাখি' 'মৃত্যু কত
দূরে?' 'আমি তোমার জন্য গাইছি এ গান' 'অবেলার সুরে'
বলো, 'জোনাক পাখি, জোনাক পাখি' 'মৃত্যু কত দূরে?'
'আমি তোমার জন্য গাইছি এ গান' 'অবেলার সুরে'
বলো, 'জোনাক পাখি, জোনাক পাখি' 'মৃত্যু কত দূরে?' 'আমি
তোমার জন্য গাইছি এ গান' অবেলার সুরে, হে হে
হে-