Album: Joto Dure
Singer: Mcc-e Mac, GK kibria
Music: Mcc-e Mac
Lyrics: Mcc-e Mac, GK kibria
Label: Basement Music
Released: 2022-12-22
Duration: 02:42
Downloads: 2694
কিছু গল্প বলি, কিছু গল্প বলি তোমাকে জেনে রেখ
যত দূরে যাও তুমি আমাকে পাবে আমারি হবে,
আমারি রবে দূরে চলে যাও কেন তুমি এভাবে বারে-বারে?
চলছে লড়াই Brain আর মনের মাঝে Brain বলছে
ভুলে যাও কিন্তু মন মানে না কেন এমন হলো
উত্তরটা মিলে না আমি চাই নাই স্মৃতি মনে
রাখতে তাও কেন মন মানছে না চাই আমি কথা
না বলে থাকতে তাও কেন মন পারছে না জানি
তুমি আর ফিরবে না তাও ফিরার আশা আমার থামছে
না সত্যি তুমি পারলে কীভাবে আমি যেটা আজো পারছি
না আমার ছলনা ভালো লাগে না আমার কল্পনা
তোকে ছাড়ে না হয়তো তুমি কেঁদেছ আর রাতগুলো আমি
জেগেছি কেউ তা জানে না ওষুধে ঘুম ধরেনা আর
তোর নেশা যেনো কাটে না Lost Love Was True
Love সব বরবাদ কিছু থাকে না আমি জানি
করেছিলাম Mistake যেটা বেড়ে হয়ে গেলো Distance So We
Can′t Never Be The Same, Yeah ভালোবাসা রবে Same,
Yeah Oh God তুমি জানো আমি কী চেয়েছিলাম Oh
God সর্বশেষে আমি কী পেলাম যদি একবার সব
কিছু খুলে বলতি সরে দাড়ানোটা হবে জীবনের মুক্তি বেধে
রাখা আমি শিখিনি ছেঁড়ে যাওয়া আমি শিখিনি প্রথম
দিন থেকে ভেবেছিলাম বউ তোমাকে দু'দিনে ভুলে গেলে কীভাবে
বলো আমাকে বলতে ছেড়ে গেলে বাচবে কীভাবে সবাই যেনো
Promise করে ভাঙ্গার জন্যই তুমি আমাকে পাবে আমারি
হবে আমারি রবে, দূরে চলে যাও কেন তুমি এভাবে?
যত দূরে যাও তুমি আমাকে পাবে আমারি হবে,
আমারি রবে দূরে চলে যাও কেন তুমি এভাবে বারে-বারে?