Album: Joto Dure Tumi Thako
Music: Samz Vai, Sakib Ahmed
Lyrics: Sakib Ahmed
Label: Tanvir Paros
Released: 2021-07-28
Duration: 03:30
Downloads: 7904
তুমি আমার ভালোবাসা, আঁধার ঘরের আলো তাই তো সব
ছাড়ি তোমায় বাসি বন্ধু ভালো দিনে-রাইতে তোমায় ভাবি, তুমি
তো বুঝো না তোমায় ছাড়া একা আর ভালো তো
লাগে না যত দূরে তুমি থাকো, তোমায় ভালোবেসে
যাবো এসো তোমায় নিয়ে আমি দূর অজানায় হারাবো যত
দূরে তুমি থাকো, তোমায় ভালোবেসে যাবো এসো তোমায় নিয়ে
আমি দূর অজানায় হারাবো তোমার মিষ্টি মিষ্টি কথা
আমার দুষ্টুমিটার কারণ তোমায় আপন কইরা নিবো আমি, করলেও
হাজার বারণ তুমি কবে আইবা পাশে, আমায় কইরা নিবা
আপন আমার তর সয় না মনে, তুমি ছাড়া শূন্য
জীবন তোমায় নিয়া সাজাবো আমি সুখের সে বাসর
তুমি কাছে টাইনা নিয়া বুকে করবা আমায় আদর মনে
তুফান উইঠা গেছে তোমায় কাছে পাওয়ার লাগি তুমি তিতা
কথা কইয়া আমায় কইরো না অভাগী চলো বহুদূরে
হারায় যামু তোমায় সাথে নিয়া কেউ পাইবো না আর
তোমায় আমায় হাজারো খুঁজিয়া তোমায় অনেক ভালোবাসি, আর কইরো
না গো বায়না তোমায় দেখলে ভালা লাগে, তুমি ভালোবাসার
আয়না যত দূরে তুমি থাকো, তোমায় ভালোবেসে যাবো
এসো তোমায় নিয়ে আমি দূর অজানায় হারাবো যত দূরে
তুমি থাকো, তোমায় ভালোবেসে যাবো এসো তোমায় নিয়ে আমি
দূর অজানায় হারাবো যত দূরে তুমি থাকো, তোমায়
ভালোবেসে যাবো এসো তোমায় নিয়ে আমি দূর অজানায় হারাবো
যত দূরে তুমি থাকো, তোমায় ভালোবেসে যাবো এসো তোমায়
নিয়ে আমি দূর অজানায় হারাবো