Album: Kababer Haddi
Singer: Protic Hasan
Music: Pritom Hasan
Lyrics: Pritom Hasan, Protic Hasan
Label: Gaanchill Music
Released: 2020-10-25
Duration: 02:51
Downloads: 1244
ঘোমটা তুমি খোলো যদি পড়ে যাবো প্রেমে চুম্বকেরই
মতো তুমি আমায় নিবে টেনে আরে, মিয়া বিবি
রাজি তবু কত কোটি বাজি আর এদিক সেদিক ছোটে
কত আত্মীয় আর Cousin কাবিন হবে কত, Item
কতগুলো? কতজন আসবে রে ভাই? গুনে গুনে বলো
দুনিয়া মুড়ি খাক, ভেস্তে যাক আমি তোমার জোড়া
তুমি চিটাগাং-এর মেয়ে আমি ঢাকার পোলা রূপেরই রানী তুমি
আমি ৮০ টাকা তোলা এ কুয়ার বাশির বাহার
তুমি লাল মায়া লইয়ো আরে কাবিন নামা শুইনা পাজি
থাল নি বইয়ো এ কুয়ার বাশির বাহার তুমি লাল
মায়া লইয়ো আরে কাবিন নামা শুইনা পাজি থাল নি
বইয়ো তোমার আব্বু নাকি ফেরত আসছে Siberia থেকে?
তার ঝাঁঝওলা ঐ গলা শুনে আত্মা ওঠে কেঁপে
তোমার আম্মুর মনটা কাঁচের বোতল পড়লে যাবে ভেঙে তাই
তার কথাতে এই বিয়েটা সবাই নিলো মেনে তোমার
আমার প্রেমে সবাই কাবাবের হাড্ডি তোমার সাথে ভাব আমার
বাকি সবাই কাট্টি দুনিয়া মুড়ি খাক, ভেস্তে যাক
আমি তোমার জোড়া তুমি চিটাগাং-এর মেয়ে আমি ঢাকার
পোলা রূপেরই রানী তুমি আমি আশি টাকা তোলা
তুমি হইলা চিটাগাং-এর মেয়ে আমি ঢাকার পোলা আমি
ঢাকার পোলা দুনিয়া মুড়ি খাক, ভেস্তে যাক আমি
তোমার জোড়া তুমি হইলা চিটাগাং-এর মেয়ে আমি ঢাকার পোলা