Album: Kalachan
Music: Tosiba, Md Hanif, Shovon Roy
Lyrics: Md. Salah Uddin Sagor
Label: Burnabee Records
Released: 2023-04-20
Duration: 03:10
Downloads: 520575
আদর কইরা ডাকমু জান কাছে একটু আইয়া জান মনের
কথা হুইনা জান কি যাদুতে মারছেন আমায় বান
আদর কইরা ডাকমু জান কাছে একটু আইয়া জান মনের
কথা হুইনা জান কি যাদুতে মারছেন আমায় বান কি
যাদুতে মারছেন আমায় বান হাতটা ধরেন না, ভাব
নিয়েন না কেনো চোখের ভাষা বুঝেন না? জ্বালা দিয়েন
না, দূরে যাইয়েন না মইরা গেলে আমায় খুইজা পাইবেন
না ওরে কালাচান তোমার লাগি মন করে আনচান
ওরে কালাচান একখান বাটার পান খাইয়া যান ওরে কালাচান
তোমার লাগি মন করে আনচান হায়রে, ওরে কালাচান একখান
বাটার পান খাইয়া যান আগা-গোড়া মেকাপ কইরা দেখাও
তুমি ডং তোমার পান তুমি খাও ঠোটে লাগাও রং
এই তুমি অনেক Crazy তোমার নাটক বুঝি আয় তি-তি
তিতি কইরা ময়না পাখি খুজি মন আমার বোকা-সোকা
পোলা বোকা না এই আমি শুধু খাই সেন্টি বাবু
খোকা না তোমার মনের বেপার-সেপার কাটলো প্রেমের খাল শাড়ি
পইরা টিপ মাইরা ঠোঁট করিলা লাল ওরে কালাচান
তোমার লাগি মন করে আনচান ওরে কালাচান একখান বাটার
পান খাইয়া যান ওরে কালাচান তোমার লাগি মন করে
আনচান হায়রে, ওরে কালাচান একখান বাটার পান খাইয়া যান
ডুব না দিলে প্রেমের জলে জীবন যাবে হায়
বিফলে আইসো আমার মন মহলে ডুব না দিলে প্রেমের
জলে জীবন যাবে হায় বিফলে আইসো আমার মন মহলে
ভাসাইবো আদরের সাম্পান খাওয়াই যাওনা রসের ভরা পান
ওরে কালাচান তোমার লাগি মন করে আনচান ওরে কালাচান
একখান বাটার পান খাইয়া যান ওরে কালাচান তোমার লাগি
মন করে আনচান হায়রে, ওরে কালাচান একখান বাটার পান
খাইয়া যান