Album: Kalo Golap
Music: Adnan Kabir, Ahmed Sajeeb
Lyrics: Adnan Kabir
Label: Samsul Official
Released: 2021-02-11
Duration: 04:02
Downloads: 1559021
আমি ডায়েরীর পাতায় আঁকি না রে তুই বেইমানের ছবি
মিথ্যে ছিল প্রেম তোর, মিথ্যে ছিল সবই আমি কালো
গোলাপ লাল ভেবে রাখসি বুকে গেঁথে সেই গোলাপের কাঁটা
এখন বিঁধছে আমার বুকে ওরে, সেই গোলাপের কাঁটা এখন
বিঁধছে আমার বুকে কত রক্তে লিখেছিলাম তোর আমার
কথা ডায়েরী এখন রক্তে ভেজা, আমি নীরবতা কল্পনাতে দেখি
ছবি ডায়েরীর ভাঁজে ভাঁজে ইচ্ছে করে হারিয়ে যাই এখনো
তোর মাঝে ওরে, কত রক্তে লিখেছিলাম তোর আমার
কথা ডায়েরী এখন রক্তে ভেজা, আমি নীরবতা কল্পনাতে দেখি
ছবি ডায়েরীর ভাঁজে ভাঁজে ইচ্ছে করে হারিয়ে যাই এখনো
তোর মাঝে আমি কালো গোলাপ লাল ভেবে রাখসি
বুকে গেঁথে সেই গোলাপের কাঁটা এখন বিঁধছে আমার বুকে
ওরে, সেই গোলাপের কাঁটা এখন বিঁধছে আমার বুকে
একদিন তুই পাবি খবর, আসবি ছুটে ওরে প্রাণপাখি থাকবে
না সেদিন দেহখাঁচা ধরে পাড়ি দেবো শূন্যে আমি, থাক
না তুই তোর মতো সময় পেলে ডায়েরী খুলে দেখিস
গল্প শত ওরে, একদিন তুই পাবি খবর, আসবি
ছুটে ওরে প্রাণপাখি থাকবে না সেদিন দেহখাঁচা ধরে পাড়ি
দেবো শূন্যে আমি, থাক না তুই তোর মতো সময়
পেলে ডায়েরী খুলে দেখিস গল্প শত আমি কালো
গোলাপ লাল ভেবে রাখসি বুকে গেঁথে সেই গোলাপের কাঁটা
এখন বিঁধছে আমার বুকে ওরে, সেই গোলাপের কাঁটা এখন
বিঁধছে আমার বুকে সেই গোলাপের কাঁটা এখন বিঁধছে আমার
বুকে ওরে, সেই গোলাপের কাঁটা এখন বিঁধছে আমার বুকে