Album: Katha Hoyechhilo
Singer: Asha Bhosle
Music: R.D. Burman
Lyrics: Swapan Chakraborty
Label: Megaphone
Released: 1982-01-01
Duration: 04:51
Downloads: 2277400
কথা হয়েছিল তবু কথা হলো না আজ সবাই এসেছে
শুধু তুমি এলে না শুধু তুমি এলে না
কথা হয়েছিল তবু কথা হলো না আজ সবাই এসেছে
শুধু তুমি এলে না শুধু তুমি এলে না
অনেক তো খুঁজেছি না পেয়ে তোমার দেখা এত ভিড়
তবু আমি আজ কেনো একা অনেক তো খুঁজেছি
না পেয়ে তোমার দেখা এত ভিড় তবু আমি আজ
কেনো একা পথের ঠিকানা বুঝি খুঁজে পেলে না
আজ সবাই এসেছে শুধু তুমি এলে না শুধু তুমি
এলে না আসে যে সে তো যাবেই ধরে
রাখা যাবে না মরীচিকা সে তো দূরে কাছে তাকে
পাবে না আসে যে সে তো যাবেই ধরে
রাখা যাবে না মরীচিকা সে তো দূরে কাছে তাকে
পাবে না আমার অপরাধ তুমি বলে গেলে না
আজ সবাই এসেছে শুধু তুমি এলে না শুধু তুমি
এলে না