Album: Kawthar Kawtha
Singer: Iman Chakraborty
Music: Nabarun Bose
Lyrics: Soukarya Ghoshal
Label: Surinder Films Pvt. Ltd.
Released: 2020-10-21
Duration: 03:59
Downloads: 21785
কথার কথা নাই বলা হোক কথার কথা নাই বলা
হোক কথার ওজন বড্ড বেশি কথার ওজন বড্ড বেশি
কথার ভারেই ভিজছে চোখ কথার কথা নাই বলা
হোক কথার কথা নাই বলা হোক মন সারাতে
গিয়ে রোজ ভোগে কেউ আমির জ্বরে অপমান জমিয়ে আগল
দিলো প্রেমের ঘরে তাও ঢুকেছে সিঁধেল শোক সেসব
নাহয় নাই বলা হোক কথার কথা নাই বলা হোক
কথার পরে চুপ ভিজে শিশির পড়া টুপ শুনবো
বলে চোখের জলকে সমলিয়েছি খুব ঠোঁট নেড়েছি যেই
কথা লাগাম ছড়াতেই কে যেন ঠিক রাশ টেনেছে মনের
পাড়াতেই তুমি শোনো আমরা কেবল কথার বাহক একটু
কথা কম বলা হোক কথার কথা নাই বলা হোক
কথার ওজন বড্ড বেশি কথার ওজন বড্ড বেশি কথার
ভারেই ভিজছে চোখ কথার কথা নাই বলা হোক
সেসব নাহয় নাই বলা হোক একটু কথা কম বলা
হোক