Album: Keno Shopno Bhange Jay
Singer: SI Tutul
Music: Ali Akram Shuvo, Alauddin
Label: Protune
Released: 2018-01-08
Duration: 03:42
Downloads: 1870
কেন স্বপ্নগুলো ভেঙ্গে যায়? কেন ভুল বোঝে সবাই আমায়?
কেন ভালোবাসার মানুষ আমার দূরে চলে যায়? আমার প্রশ্নগুলো
প্রশ্নই থেকে যায় কেন স্বপ্নগুলো ভেঙ্গে যায়? কেন
ভুল বোঝে সবাই আমায়? চারিদিক শূন্য, চলেছি একা
একা কার কাছে চাইবো জবাব? দেয় না কেউ তো
দেখা ও, চারিদিক শূন্য, চলেছি একা একা কার কাছে
চাইবো জবাব? দেয় না কেউ তো দেখা যেতে
যেতে পথে পথে যেতে যেতে পথে পথে জানি না
তো চলেছি কোথায় কেন স্বপ্নগুলো ভেঙ্গে যায়? কেন
ভুল বোঝে সবাই আমায়? এ হৃদয় জ্বলছে কষ্টের
দাবানলে দু′চোখে অশ্রু নদী যায় দিন যায় বিফলে ও,
এ হৃদয় জ্বলছে কষ্টের দাবানলে দু'চোখে অশ্রু নদী যায়
দিন যায় বিফলে মরে যেন বেঁচে আছি মরে
যেন বেঁচে আছি পৃথিবীতে আমি অসহায় কেন স্বপ্নগুলো
ভেঙ্গে যায়? কেন ভুল বোঝে সবাই আমায়? কেন ভালোবাসা
মানুষ আমার দূরে চলে যায়? আমার প্রশ্নগুলো প্রশ্নই থেকে
যায় কেন স্বপ্নগুলো ভেঙ্গে যায়? কেন ভুল বোঝে
সবাই আমায়?