Album: Khachar Vitor Achin
Singer: Ayon Chaklader
Music: Ayon Chaklader
Label: Laser Vision
Released: 2016-12-07
Duration: 05:17
Downloads: 8402
খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, আমি ধরতে
পারলে মনো বেড়ি ধরতে পারলে মনো বেড়ি দিতাম পাখির
পা′য় কম্নে আসে যায় খাঁচার ভিতর অচিন পাখি কম্নে
আসে যায় আটকুঠুড়ি নয় দরজা আটাঁ আ আ আ
মধ্যে মধ্যে চড়কা কাটা তার উপরে সদর কোঠা তার
উপরে সদর কোঠা আয়না মহল তাই কম্নে আসে যায়
খাঁচার ভিতর অচিন পাখি কম্নে আসে যায় কপালের ফের
নইলে কি আর? পাখিটির এমন ব্যবহার খাঁচা ভেঙে পাখি
আমার কোনখানে পালায় কমনে আসে যায় খাঁচার ভিতর অচিন
পাখি কম্নে আসে যায় মন তুই রইলি খাঁচার আসে
খাঁচা যে তোর কাঁচা বাঁশে কোন্অদিন খাঁচা পড়বে খশে
ফকির লালন কেঁদে কয় কমনে আসে যায় খাঁচার ভিতর
অচিন পাখি কম্নে আসে যায়