Album: Ki Hole Ki Hoto
Music: Arnob, Pradyut Chatterjee
Lyrics: Pradyut Chatterjee
Label: Dhruba Music Station
Released: 2021-05-31
Duration: 03:55
Downloads: 2567
কি পেলে কি ভালো হতো, ভেবোনা যা পেয়েছো তাই
বা কজন পায় বলোনা কি হলে কি হতো
ভালো, ভেবোনা যা হচ্ছে ভালো বেশি কি চাও আর
বলোনা বরং কোলাহলে মনোবলে নিজেকে লুকিয়ে রেখে, ভাসিয়ে
দাও বাতাসে যদি ফুরায় তোমার হাসি বোলো তবে দিয়ে
আসি, কুঞ্জ মেঘ আকাশে তুমি সকাতরে কাঁদিলেও পাবেনা
সে ভালোবাসা যদি হারাও নিজেকে বরং খোলা মনে নির্জনে
বসিয়া গোপন কথা ভাসিয়ে দাও বাতাসে কে মনে
কে আসে তোমার দেখোনা না হয় আমিও নাইবা হই
কেউতো আসে বলনা কে শোনে কে কথা তোমার, বলো
না কোথায় কেউ তো আছে ঠিক আমার মতোই দেখো
না। সে থাকে কুঞ্জ বনেতে একা তারে তুমি
পাবে দেখা, রূপকথার আড়ালে হৃদয় দ্বারে যদি ঝোলে তালা
বোঝো তবে অবহেলা, বৃথাই হাত বাড়ালে হঠাৎ নিশিরাত
ভুলিয়াকি মনো যায় খুলিয়াকি, চাহিয়াছো কারো পানে বরং পেতে
পারো অনুভবে আমি রোবো তুমি রবে, হোক না মনে
মনে কি পেলে কি ভালো হতো, ভেবোনা যা
পেয়েছো তাই বা কজন পায় বলোনা