Album: Ki Naamey Daaki
Singer: Subhamita Banerjee
Music: Amit-Ishan
Lyrics: Ritam Sen
Label: Shree Venkatesh Films Pvt. Ltd.
Released: 2020-12-17
Duration: 05:24
Downloads: 233823
তুমি থাকো আর কিছুক্ষণ আজ ছুঁয়ে আমায় চলে যেতে
চাইলেই কি চলে যাওয়া যায়? তুমি থাকো আর কিছুক্ষণ
আজ ছুঁয়ে আমায় চলে যেতে চাইলেই কি চলে যাওয়া
যায়? সাদা-কালোয় বয়স আঁকে স্মৃতির কারুকাজ ভুলে যাওয়া
গল্পগুলো আসছে ফিরে আজ কী নামে ডাকি? বলো
কী করে থাকি? তোমাকে কিভাবে আমি আগলে রাখি?
কী নামে ডাকি? বলো কী করে থাকি? তোমাকে কিভাবে
আমি আগলে রাখি? হারানো ঠিকানা, কিছু জরিমানা হিসেব
রয়েছে ব্যথার দলিলে চোখেরই আয়নায় ঠিক দেখা যায় না
আমার সবেতে তুমিই ছিলে সাদা-কালোয় বয়স আঁকে স্মৃতির
কারুকাজ ভুলে যাওয়া গল্পগুলো আসছে ফিরে আজ কী
নামে ডাকি? বলো কী করে থাকি? তোমাকে কিভাবে আমি
আগলে রাখি? কী নামে ডাকি? বলো কী করে
থাকি? তোমাকে কিভাবে আমি আগলে রাখি? ছিল যত
ইচ্ছে, ভাসান দিচ্ছে সুতোগুলো ছিঁড়ছে যে হাওয়ায় ভাসালো আজ
মন, সময়ের ভাঙন গন্ধেরা কেমন রাত জাগায় এই
পাশে থাকা, অজান্তে ডাকা নেই সে ভালো নেই ভাবলেই
কী নামে ডাকি? বলো কী করে থাকি? তোমাকে
কিভাবে আমি আগলে রাখি? কী নামে ডাকি? বলো
কী করে থাকি? তোমাকে কিভাবে আমি আগলে রাখি?
তোমাকে কিভাবে আমি আগলে রাখি?