Album: Kono Bikel Belate
Singer: Rupak Tiary, Kajol Chatterjee
Music: Rupak Tiary
Lyrics: Anindita Bhattacharya
Label: Third Eye Em Records
Released: 2021-10-03
Duration: 03:09
Downloads: 6199
কোনো বিকেল বেলাতে তুমি বসে পাশেতে আমার প্রেম মেখে
হাতে ছুঁয়ে গেলে এই আলতো রোদ্দুরে তোমার স্বপ্নের
চাদরে থাকি আমি কেন এত মায়ার আদরে? পাশে
থাকলে বুঝি কাছে যেতে নেই জানি আমার অভিমানের মানে
নেই আজ আবারও তুমি মানা না মানো কেন স্বপ্নের
খুন সাজানো-গোছানো? কোনো বিকেল বেলাতে তুমি বসে পাশেতে
আমার প্রেম মেখে হাতে ছুঁয়ে গেলে এই আলতো
রোদ্দুরে তোমার স্বপ্নের চাদরে থাকি আমি কেন এত মায়ার
আদরে? আছে যা আমারই, সবকিছু তোমারই চলো স্বপ্ন
সত্যি দিয়ে গড়ি আজ কাছে যেতে জানি বাধা নেই
জানি কিছু অভিমানের মানে নেই পাশে থাকলে বুঝি
কাছে যেতে নেই জানি আমার অভিমানের মানে নেই আজ
আবারও তুমি মানা না মানো কেন স্বপ্নের খুন সাজানো-গোছানো?
কোনো বিকেল বেলাতে তুমি বসে পাশেতে আমার প্রেম
মেখে হাতে ছুঁয়ে গেলে এই আলতো রোদ্দুরে তোমার
স্বপ্নের চাদরে থাকি আমি কেন এত মায়ার আদরে?