Album: Kono Ekdin
Singer: Chandrika Bhattacharya
Music: Kausheyo Basuroy
Lyrics: Chandrika Bhattacharya
Label: JMR MUSIC STUDIO
Released: 2023-06-08
Duration: 05:48
Downloads: 6327
কোনো একদিন আবার আঁধার ফুরোবে সকাল হলে কোনো একদিন
আবার আগুন এ মনে উঠবে জ্বলে রাতের মোহনায়, তারার
ঠিকানায় অবুঝ আদরের ধূসর অচেনায় লুকোবে ব্যথারা আড়ালে কোনো
একদিন আবার আঁধার ফুরোবে সকাল হলে জমে থাকা
কুয়াশারা পথ ভুলে দিশেহারা সিঁড়ি ভাঙা অঙ্করা উত্তরহীন রাত
জাগা গল্পরা কান্নার মতো মুখচোরা ধার করা হাসি বাঁচতে
শেখায় প্রতিদিন কোনো একদিন আবার হিসেব মিলবে মনের
খেয়ালে কোনো একদিন আবার অভিমান ভুলব সে শেষ বিকেলে
রাতের মোহনায়, তারার ঠিকানায় অবুঝ আদরের ধুসর অচেনায় লুকোবে
ব্যথারা আড়ালে কোনো একদিন আবার আঁধার ফুরোবে সকাল
হলে না বলা কথাগুলো, স্মৃতি ঘিরে বালি-ধূলো এক
আকাশ মন খারাপ অন্তবিহীন ভাবনারা আজ এলোমেলো, বেনামে চিঠি
পাঠালো সীমানায় রং ঢালে পুরোনো দূরবীন কোনো একদিন
আবার দু′চোখ ভিজবে নোনা জলে কোনো একদিন আবার ছোঁয়াবো
এ হাত তোমার আঙুলে রাতের মোহনায়, তারার ঠিকানায় অবুঝ
আদরের ধুসর অচেনায় লুকোবে ব্যথারা আড়ালে কোনো একদিন
আবার আঁধার ফুরোবে সকাল হলে