Album: Lal Saree Poriya Konna 20
Music: Vikky Singha, Tapas Sarkar
Lyrics: Asim Aktar
Label: Strings Records
Released: 2021-02-12
Duration: 05:01
Downloads: 539772
চান্দের মতো মুখটি যখন ভাসতো নয়নজলে আদর কইরা মুইছা
দিতাম গালে ভালোবাইসা কাছে আইসা জড়াইতো এই বুকে ভুলবো
আমি এই কথা কেমনে তবে ভালো ক্যান বাসিলা
স্বপ্ন কেন দেখাইলা ভালো ক্যান বাসিলা আমারে তবে ভালো
ক্যান বাসিলা স্বপ্ন কেন দেখাইলা ভালো ক্যান বাসিলা আমারে
লাল শাড়ি পড়িয়া কন্যা, রক্ত-আলতা পায় আমার চোখের
জল মিশাইলা, নিলা না বিদায় তুমি ফিরাও চাইলা না
একবার, চইলা গেলা হায় জানি আজ রাইতে হইবা পরের,
আর ভাইবো না আমায় আমার জীবন নষ্ট কইরা,
অন্যের ঘরের রাণী হইয়া আছো অনেক তুমি সুখী যে
ফিরা আইসা দেখবা তুমি, চইলা গেছি জগত ছাড়ি পাইবা
শুধু আমায় স্বপনে তুমি কান্দিয়া ডাকিবা, কভু না
পাইবা কান্দিয়া ডাকিবা আমারে তুমি কান্দিয়া ডাকিবা, কভু না
পাইবা কান্দিয়া ডাকিবা আমারে লাল শাড়ি পড়িয়া কন্যা,
রক্ত-আলতা পায় আমার চোখের জল মিশাইলা, নিলা না বিদায়
তুমি ফিরাও চাইলা না একবার, চইলা গেলা হায় জানি
আজ রাইতে হইবা পরের, আর ভাইবো না আমায়