Album: Lucky
Singer: Anupam Roy
Music: Anupam Roy
Lyrics: Anupam Roy
Label: Surinder Films Pvt. Ltd.
Released: 2021-10-03
Duration: 04:32
Downloads: 8551
অনেক আগের গল্প, বয়স আরও অল্প হঠাৎ একদিন প্রেমে
পড়ে যাই একটু একটু করে, আমিও তার নজরে মনে
হলো তাকেই শুধু চাই তখন কলেজ পাড়া, আমরা
দিশাহারা কপালে কী লেখা জানি না তোমার পাশের সিটে
আমার গানের Beat-এ তখনও চোখের ভাষা বুঝি না
তুমি ছুঁয়ে দিলে যেন ফরাসি কবিতার মানে না বুঝেও
আমি এঁকেছি ছবি তার আবেগে আকুল হয়ে দেখো বসে
আছি ক্রমশ আলাপ বাড়ে, যেন ফিবোনাচ্চি Lucky তোমায়
পেয়ে আমি Lucky একসাথে ভালো থাকি আর আমি তোমার
মনে পাকাপাকি Lucky তোমার ঘরভরা জোনাকি কত কথা
বলা বাকি আর একবার 'ভালোবাসি' বলে রাখি এখন
নতুন Chapter, মাঝে মাঝে ডাক্তার এসে বলে, 'চিন্তার কোনো
কারণ নেই' রাখছি মনে ভরসা, যেন শুকনো পাতায় বর্ষা
দু′জনাতে আছি দু'জনেই বিজ্ঞান-সম্মত ভালোবাসা পেলে তুমি তো
জেনেছো ওগো, আমিও ভালো ছেলে আবেগে আকুল হয়ে দেখো
বসে আছি ক্রমশ আলাপ বাড়ে, যেন ফিবোনাচ্চি Lucky
তোমায় পেয়ে আমি Lucky একসাথে ভালো থাকি আর আমি
তোমার মনে পাকাপাকি Lucky তোমার ঘরভরা জোনাকি কত
কথা বলা বাকি আর একবার 'ভালোবাসি' বলে রাখি
আমাদের খালি এ ঘর চাঁদের আলোয় ভরে যাবে আমরা
কি পারবো দু′জনে? আমি Work From Home করবো, দরকার
হলে ছুটি নেবো তুমি Office Join করে গেলে
Lucky তোমায় পেয়ে আমি Lucky একসাথে ভালো থাকি আর
আমি তোমার মনে পাকাপাকি Lucky তোমার ঘরভরা জোনাকি
কত কথা বলা বাকি আর একবার 'ভালোবাসি' বলে রাখি