Album: Mago Tomar Bhabna Keno
Singer: Hemanta Kumar Mukhopadhyay
Music: Hemanta Kumar Mukhopadhyay
Lyrics: Gouri Prasanna Majumdar
Label: Saregama
Released: 2007-12-31
Duration: 03:20
Downloads: 3243
মা গো ভাবনা কেন, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে,
তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি – তোমার
ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি ।
আমরা হারবনা হারবনা, তোমার মাটি একটি কণাও ছাড়বনা ।
আমরা পাঁজর দিয়ে দুর্গ ঘাঁটি গড়তে জানি - তোমার
ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি ।।
আমরা পরাজয় মানবনা, দুবলতায় বাঁচতে শুধু জানবনা । আমরা
চিরদিনই হাসিমুখে মরতে জানি - তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি ।। আমরা আপমান সইবনা,
ভীরুর মত ঘরের কোনায় রইবনা । আমরা আকাশ থেকে
বজ্র হয়ে ঝরতে জানি – তোমার ভয় নেই মা
আমরা প্রতিবাদ করতে জানি ।।