Album: Manob Jonmo Torir Majhi
Music: Rezwana Choudhury Bannya, Rabindranath Tagore
Lyrics: Rabindranath Tagore
Label: Zara Digital
Released: 2017-04-17
Duration: 01:38
Downloads: 8287
ওরে মাঝি, ওরে আমার মানবজন্মতরীর মাঝি শুনতে কি পাস
দূরের থেকে পারের বাঁশি উঠছে বাজি ওরে মাঝি,
ওরে আমার মানবজন্মতরীর মাঝি শুনতে কি পাস দূরের থেকে
পারের বাঁশি উঠছে বাজি তরী কি তোর দিনের
শেষে ঠেকবে এবার ঘাটে এসে সেথায় সন্ধ্যা-অন্ধকারে দেয় কি
দেখা প্রদীপরাজি যেন আমার লাগে মনে মন্দ-মধুর এই পবনে
সিন্ধুপারের হাসিটি কার আঁধার বেয়ে আসছে আজি যেন
আমার লাগে মনে মন্দ-মধুর এই পবনে সিন্ধুপারের হাসিটি কার
আঁধার বেয়ে আসছে আজি আসার বেলায় কুসুমগুলি কিছু
এনেছিলেম তুলি যেগুলি তার নবীন আছে এই বেলা নে
সাজিয়ে সাজি ওরে মাঝি, ওরে আমার মানবজন্মতরীর মাঝি