Album: Mante Pari Na Re Doyal
Music: Miraj Khan
Lyrics: Miraj Khan
Label: Ripon Media
Released: 2023-06-06
Duration: 05:19
Downloads: 2897
মানতে পারি না রে, দয়াল, বিচ্ছেদেরই জ্বালা যারে ভালোবাসি
সে তো করে অবহেলা মানতে পারি না রে, দয়াল,
বিচ্ছেদেরই জ্বালা যারে ভালোবাসি সে তো করে অবহেলা দয়াল
রে, যারে ভালোবাসি সে তো করে অবহেলা আমার
কষ্টে কান্দে পাথর, কান্দে না তার হিয়া মন ভাঙা
তার হইলো পেশা, থাকে স্বার্থ নিয়া আমার কষ্টে কান্দে
পাথর, কান্দে না তার হিয়া মন ভাঙা তার হইলো
পেশা, থাকে স্বার্থ নিয়া আর কতকাল কাঁদবো, দয়াল,
ডুইবা যায় রে বেলা যারে ভালোবাসি সে তো করে
অবহেলা যারে ভালোবাসি সে তো করে অবহেলা চাওয়াই
কি ভুল ছিলো হায় রে তারে আপন করা বিনা
দোষে দোষী কইরা করলো প্রেম মরা চাওয়াই কি ভুল
ছিলো হায় রে তারে আপন করা বিনা দোষে দোষী
কইরা করলো প্রেম মরা আর কতকাল কাঁদবো, দয়াল,
ডুইবা যায় রে বেলা যারে ভালোবাসি সে তো করে
অবহেলা যারে ভালোবাসি সে তো করে অবহেলা মানতে
পারি না রে, দয়াল, বিচ্ছেদেরই জ্বালা যারে ভালোবাসি সে
তো করে অবহেলা মানতে পারি না রে, দয়াল, বিচ্ছেদেরই
জ্বালা যারে ভালোবাসি সে তো করে অবহেলা দয়াল রে,
যারে ভালোবাসি সে তো করে অবহেলা