Album: Milon Hobe Koto Dine
Singer: The Folk Diaryz
Music: Lalon Shah
Lyrics: Lalon Shah
Label: JMR MUSIC STUDIO
Released: 2023-01-05
Duration: 06:31
Downloads: 26010
চাতক প্রায় অহর্নিশি চেয়ে আছে কালো শশী চাতক প্রায়
অহর্নিশি চেয়ে আছে কালো শশী হবো বলে চরণদাসী হবো
বলে চরণদাসী ও তা হয় না কপাল গুণে
ও তা হয় না কপাল গুণে আমার মনের মানুষের
সনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে
ও, মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে আমার
মনের মানুষের সনে মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে
না পায় অন্বেষণ মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না
পায় অন্বেষণ কালারে হারায়ে তেমন কালারে হারায়ে তেমন
ঐ রূপ হেরি এ দর্পণে ঐ রূপ হেরি এ
দর্পণে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে
আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে
যখন ঐ রূপ যখন স্মরণ হয় থাকে না আর
লোকলজ্জার ভয় যখন ঐ রূপ যখন স্মরণ হয় থাকে
না আর লোকলজ্জার ভয় ফকির লালন ভেবে বলেন সদাই
ফকির লালন ভেবে বলেন সদাই ও প্রেম যে
করে সে জানে ও প্রেম যে করে সে জানে
আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে আমার
মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে আমার
মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে আমার মনের
মানুষের সনে আমার মনের মানুষের সনে