Album: Milon Hobe Koto Dine
Music: Borno chakroborty, Lalon Fokir
Lyrics: Lalon Fokir
Label: Huez Studio
Released: 2021-02-18
Duration: 04:53
Downloads: 273084
মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার
মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে মিলন হবে
কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের
সনে আমার মনের মানুষের সনে চাতক প্রায় অহর্নিশি
চেয়ে আছে কালো শশী চাতক প্রায় অহর্নিশি চেয়ে আছে
কালো শশী হব বলে চরণ দাসী হব বলে
চরণ দাসী ও তা হয় না কপাল গুণে ও
তা হয় না কপাল গুণে আমার মনের মানুষের
সনে আমার মনের মানুষের সনে মেঘের বিদ্যুৎ মেঘে
যেমন লুকালে না পায় অন্বেষণ মেঘের বিদ্যুৎ মেঘে যেমন
লুকালে না পায় অন্বেষণ কালারে হারায়ে তেমন কালারে
হারায়ে তেমন ঐ রূপ হেরি এ দর্পণে ঐ রূপ
হেরি এ দর্পণে আমার মনের মানুষের সনে আমার
মনের মানুষের সনে যখন ঐ-রূপ স্মরণ হয় থাকে
না লোকলজ্জার ভয় যখন ঐ-রূপ স্মরণ হয় থাকে না
লোকলজ্জার ভয় লালন ফকির ভেবে বলে সদাই লালন
ফকির ভেবে বলে সদাই ঐ প্রেম যে করে সেই
জানে ঐ প্রেম যে করে সেই জানে আমার
মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে আমার মনের
মানুষের সনে আমার মনের মানুষের সনে