Album: Mogoj
Singer: Blood
Music: Blood
Lyrics: Blood
Label: BandEdge Talent Agency
Released: 2019-10-16
Duration: 05:22
Downloads: 10444
মগজ বলছে, 'ঘরবাড়ি ছাড়' নিজেই হচ্ছি কেমন নিজের খাবার
হৃদয় বলছে যন্ত্রে, 'লড়বো শেষবার' শমনের মন্ত্র ডাকে, নিস্তার
নেই আর মগজ বলছে, 'ঘরবাড়ি ছাড়' নিজেই হচ্ছি
কেমন নিজের খাবার হৃদয় বলছে যন্ত্রে, 'লড়বো শেষবার' শমণের
মন্ত্র ডাকে, নিস্তার নেই আর রক্ত আর ভন্ডের
ভিড়ে কার চিৎকার হার যুদ্ধের শেষ রাত্রে আমার অস্ত্র
হারায় স্মৃতিগুলো অবিন্যস্ত, ক্ষত ঢাকতে খুব ব্যস্ত কার
হাতে মারণাস্ত্র, কে বা বাঁচাতে চায় শূন্যতার এ অরণ্য,
ব্যর্থ আজ কে কার জন্য কে দেখাচ্ছে সৌজন্য, কে
চিহ্ন মিটাতে চায় যুদ্ধবাজেরা, ব্যর্থ হতাশা মেলে বাঁচাও
অহংকার ক্রীতদাসেরা, বন্দী জীবন ছেড়ে বাঁধন পুড়িয়ে ফেলে চিৎকার
করে বলো, 'বাঁচাও, বাঁচতে দাও' বাঁচাও, বাঁচতে দাও বাঁচাও,
বাঁচতে দাও আকাশভরা সূর্য-তারার মিথ্যে আবিষ্কার তোমার আমার
মূল্যবোধে আটকে কাঁটাতার অনুভূতির সাথে লড়াই বাস্তবতার যুদ্ধের শেষ
রাত্রে আমার অস্ত্র হারায় স্মৃতিগুলো অবিন্যস্ত, ক্ষত ঢাকতে
খুব ব্যস্ত কার হাতে মারণাস্ত্র, কে বা বাঁচাতে চায়
শূন্যতার এ অরণ্য, ব্যর্থ আজ কে কার জন্য কে
দেখাচ্ছে সৌজন্য, কে চিহ্ন মিটাতে চায় যুদ্ধবাজেরা, ব্যর্থ
হতাশা মেলে বাঁচাও অহংকার ক্রীতদাসেরা, বন্দী জীবন ছেড়ে বাঁধন
পুড়িয়ে ফেলে চিৎকার করে বলো, 'বাঁচাও, বাঁচতে দাও' বাঁচাও,
বাঁচতে দাও বাঁচাও, বাঁচতে দাও যুদ্ধবাজেরা, ব্যর্থ হতাশা
মেলে বাঁচাও অহংকার ক্রীতদাসেরা, বন্দী জীবন ছেড়ে বাঁধন পুড়িয়ে
ফেলে চিৎকার করে বলো, 'বাঁচাও, বাঁচতে দাও' বাঁচাও, বাঁচতে
দাও বাঁচাও, বাঁচতে দাও বাঁচাও, বাঁচতে দাও