Album: Mohiner Ghoraguli
Music: Cactus, Goutam Chattopadhyay
Lyrics: Goutam Chattopadhyay
Label: Asha Audio Company
Released: 2012-03-31
Duration: 04:18
Downloads: 27026
প্রস্তরযুগের ঘোড়া সব যেন এখনও ঘাসের লোভে চরে পৃথিবীর
কিমাকার ডায়নামো′র 'পরে আস্তাবলের ঘ্রাণ ভেসে আসে এক
ভিড় রাত্রির হাওয়ায় বিষণ্ণ খড়ের শব্দ ঝরে পড়ে
ইস্পাতের কলে চায়ের পেয়ালা ক′টা বেড়ালছানার মতো ঘুমে
ঘেয়ো কুকুরের অস্পষ্ট কবলে হিম হয়ে নড়ে গেল ওপাশের
পাইস্-রেস্তোরাঁতে প্যারাফিন লণ্ঠন নিভে গেল গোল আস্তাবলে সময়ের প্রশান্তির
ফুঁয়ে এই সব ঘোড়াদের নিওলিথ-স্তব্ধতার জ্যোৎস্নাকে ছুঁয়ে আমরা
যাইনি মরে আজও (আজও, আজও) তবু কেবলই দৃশ্যের জন্ম
হয় মহীনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে মহীনের
ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে মহীনের ঘোড়াগুলো ঘাস
খায় কার্তিকের জ্যোৎস্নার প্রান্তরে মহীনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের
জ্যোৎস্নার প্রান্তরে মহীনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জ্যোৎস্নার...