Album: Mon Hare
Singer: Asheq Manzur
Music: Asheq Manzur
Lyrics: Neel Mahabub
Label: 3p Production
Released: 2021-02-14
Duration: 03:16
Downloads: 18334
চলে যাওয়া পথ যদি ফিরে আসা হতো গল্পেরা কথা
মেঘ বৃষ্টি ঝরাতো ভুল-ভাল এ গল্পটা যদি ফুল হতো
প্রজাপতি ঘ্রাণে নয় রঙেও হারাতো মনে পড়ে, মন
হারে, মন উড়ে যে যায় বৃষ্টির ছাট রোজ দু′চোখ
ভেজায় মনে পড়ে, মন হারে, মন পুড়ে যে যায়
সকালের সোনা রোদ আমাকে ভাবায় হাতটা ছুঁয়ে হাতের
গভীরে কেউ হেঁটে যায় খুব যতনে মেঘের ভেলায় ভাসে
রূপকথা ছুঁতে গেলে হায় কেন শূন্যতা চোখে চোখে
কল্পনা যদি ঠোঁট ছুঁতো ভালোবেসে সূর্যটা সন্ধ্যা রাঙাতো
মনে পড়ে, মন হারে, মন পুড়ে যে যায় আয়নায়
গল্পটা স্মৃতিতে হারায় মনে আছো, মনে থাকো, মন ভেসে
যে যায় একটা গোলাপ রোজ আমাকে সাজায় আকাশ
ছুঁয়ে মেঘের উঠোনে চরকা কাটে কেউ খুব গোপনে ঘুমটা
ছুঁয়ে স্বপ্ন যে হাজার কেউ হয়ে যাক শুধু যে
আমার না-বলা কথা যদি বলা হয়ে যেতো মান
ভুলে অভিমান আবেগে হারাতো মনে পড়ে, মন হারে,
মন উড়ে যে যায় বৃষ্টির ছাট রোজ দু'চোখ ভেজায়
মনে পড়ে, মন হারে, মন পুড়ে যে যায় সকালের
সোনা রোদ আমাকে ভাবায়