Album: Mon Ke Aaj
Singer: Kinjal, Dolaan-Mainnakk
Music: Dolaan-Mainnakk
Lyrics: Dolaan-Mainnakk
Label: Amara Muzik
Released: 2016-10-17
Duration: 04:09
Downloads: 44051
স্বপ্নেরা দেয় হাতছানি তোর দু′চোখের ইশারায় গল্পেরা হবে সত্যি
আজ এলে তোর হাতের ছোঁয়ায় বাড়িয়ে দে আজ
দু'পা চল তোর সাথে হারাতে যাই বাড়িয়ে দে আজ
দু′পা চল তোর সাথে হারাতে চাই মনকে আজ
খুলতে দে না, দু'কথা বলতে দে না ভীড় করে
আছে যারা মন-ঘরে মনকে আজ খুলতে দে না, দু'কথা
বলতে দে না ভীড় করে আছে যারা মন-ঘরে
তুই, হ্যাঁ, তুই শুধুই আছিস এ মনে, আর নেই
কিছুই আমায় ভালোবেসে যা তোর মতনই করে মনকে
আজ খুলতে দে না, দু′কথা বলতে দে না ভীড়
করে আছে যারা মন-ঘরে মনকে আজ খুলতে দে না,
দু′কথা বলতে দে না ভীড় করে আছে যারা মন-ঘরে
আজ পেলাম খুঁজে হ্যাঁ, তোর মাঝে নিজেকে রাখ
জড়িয়ে ধরে হ্যাঁ, নিজের করে আমাকে মনকে আজ
খুলতে দে না, দু'কথা বলতে দে না ভীড় করে
আছে যারা মন-ঘরে মনকে আজ খুলতে দে না, দু′কথা
বলতে দে না ভীড় করে আছে যারা মন-ঘরে
স্বপ্নেরা দেয় হাতছানি তোর দু'চোখের ইশারায়