Album: Monta Obaddho
Music: Mahtim Shakib, Bahauddin Rimon
Lyrics: Prosenjit Ojha
Label: Protune
Released: 2019-05-28
Duration: 05:21
Downloads: 113428
ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে পারি না তাকে
কোনোভাবে ফেরাতে ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে পারি
না তাকে কোনোভাবে ফেরাতে আমার এ মন তোমার মনের
পাড়ায় বোকাসোকা হয়ে আড়ালে আবডালে দাঁড়ায় তোমাকে ছোঁয়ার
নেই তো আমার সাধ্য দেখতে পাওয়া সেই তো বড়
ভাগ্য মনটা অবাধ্য হচ্ছে প্রায়শ কষ্টের বোঝা বেড়েই যাচ্ছে
ক্রমশ ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে পারি
না তাকে কোনোভাবে ফেরাতে বায়বীয় প্রেম আকাশ পাতাল
সমতল বাস্তবতায় খাবি খায়, শুধু হারায় না তার মনোবল
বায়বীয় প্রেম আকাশ পাতাল সমতল বাস্তবতায় খাবি খায়, শুধু
হারায় না তার মনোবল তোমাকে ছোঁয়ার নেই তো
আমার সাধ্য দেখতে পাওয়া সেই তো বড় ভাগ্য মনটা
অবাধ্য হচ্ছে প্রায়শ কষ্টের বোঝা বেড়েই যাচ্ছে ক্রমশ
ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে পারি না তাকে
কোনোভাবে ফেরাতে কেন যে তোমার সাথে মনের এত
টান কথা হয় নাই, দেখেছি শুধু, তবু কীসের অভিমান
কেন যে তোমার সাথে মনের এত টান কথা হয়
নাই, দেখেছি শুধু, তবু কীসের অভিমান তোমাকে ছোঁয়ার
নেই তো আমার সাধ্য দেখতে পাওয়া সেই তো বড়
ভাগ্য মনটা অবাধ্য হচ্ছে প্রায়শ কষ্টের বোঝা বেড়েই যাচ্ছে
ক্রমশ ঘুম চলে যায় তোমার চোখে বেড়াতে পারি
না তাকে কোনোভাবে ফেরাতে