Album: Mor Bhabonare Ki Haway Matalo
Singer: Hemanta Kumar Mukhopadhyay
Music: Rabindranath Tagore
Lyrics: Rabindranath Tagore
Label: Kristi Creation
Released: 2018-08-16
Duration: 03:33
Downloads: 29494
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ
হরষে মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো দোলে মন দোলে
অকারণ হরষে হৃদয়গগনে সজল ঘন নবীন মেঘে রসের
ধারা বরষে মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো দোলে মন
দোলে অকারণ হরষে হৃদয়গগনে সজল ঘন নবীন মেঘে
রসের ধারা বরষে মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো দোলে
মন দোলে অকারণ হরষে তাহারে দেখি না যে
দেখি না শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা
যায় তাহারে দেখি না যে দেখি না শুধু মনে
মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায় বাজে অলখিত
তারি চরণে বাজে অলখিত তারি চরণে রুনুরুনু রুনুরুনু নূপুরধ্বনি
মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ
হরষে গোপন স্বপনে ছাইল অপরশ আঁচলের নব নীলিমা
গোপন স্বপনে ছাইল অপরশ আঁচলের নব নীলিমা উড়ে
যায় বাদলের এই বাতাসে তার ছায়াময় এলোকেশ আকাশে সে
যে মন মোর দিল আকুলি সে যে মন মোর
দিল আকুলি জল-ভেজা কেতকীর দূর সুবাসে মোর ভাবনারে
কী হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে হৃদয়গগনে
সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরষে মোর ভাবনারে
কী হাওয়ায় মাতালো দোলে মন দোলে অকারণ হরষে