Album: Mor Hridayer Gopana Bijan Ghare
Singer: Jayati Chakraborty
Music: Santanu Basu
Lyrics: Rabindranath Tagore
Label: Amara Muzik
Released: 2017-12-07
Duration: 04:06
Downloads: 47996
মোর হৃদয়ের গোপন বিজন ঘরে মোর হৃদয়ের গোপন
বিজন ঘরে একেলা রয়েছ নীরব শয়ন-′পরে প্রিয়তম হে, জাগো
জাগো জাগো রুদ্ধ দ্বারের বাহিরে দাঁড়ায়ে আমি আর কতকাল
এমনে কাটিবে স্বামী প্রিয়তম হে, জাগো জাগো জাগো মোর
হৃদয়ের গোপন বিজন ঘরে রজনীর তারা উঠেছে গগন
ছেয়ে আছে সবে মোর বাতায়ন পানে চেয়ে প্রিয়তম হে,
জাগো জাগো জাগো জীবনে আমার সঙ্গীত দাও আনি নীরব
রেখো না তোমার বীণার বাণী প্রিয়তম হে, জাগো জাগো
জাগো মোর হৃদয়ের গোপন বিজন ঘরে মিলাব
নয়ন তব নয়নের সাথে মিলাব এ হাত তব দক্ষিণহাতে
প্রিয়তম হে, জাগো জাগো জাগো হৃদয়পাত্র সুধায় পূর্ণ হবে
তিমির কাঁপিবে গভীর আলোর রবে প্রিয়তম হে, জাগো জাগো
জাগো মোর হৃদয়ের গোপন বিজন ঘরে