Album: Moron Jala
Music: Miraj Khan
Lyrics: Miraj Khan
Label: Miraj Khan
Released: 2023-07-21
Duration: 05:04
Downloads: 1062
মরণজ্বালায় জ্বলি আমি পরানের রুবি বুঝলো না বেঁচে থাকতে
এত জ্বালা এই পরানে সহে না হায় রে, বেঁচে
থাকতে এত জ্বালা এই পরানে সহে না মরণজ্বালায়
জ্বলি আমি পরানের রুবি বুঝলো না বেঁচে থাকতে এত
জ্বালা এই পরানে সহে না যন্ত্রমানব নই রে
আমি, মাটির গড়া মানুষ এই বুকেতে রাখসি তোরে, করো
একটু হুঁশ যন্ত্রমানব নই রে আমি, মাটির গড়া মানুষ
এই বুকেতে রাখসি তোরে, করো একটু হুঁশ আর
কতকাল সইবো জ্বালা পরানের রুবি বলো না বেঁচে থাকতে
এত জ্বালা এই পরানে সহে না হায় রে, বেঁচে
থাকতে এত জ্বালা এই পরানে সহে না এই
পৃথিবী আন্ধার লাগে, আপন কেহ নাই বেঁচে থাকতে চাই
গো, রুবি, একটু দয়া চাই এই পৃথিবী আন্ধার লাগে,
আপন কেহ নাই বেঁচে থাকতে চাই গো, রুবি, একটু
দয়া চাই আর কতকাল সইবো জ্বালা পরানের রুবি
বলো না বেঁচে থাকতে এত জ্বালা এই পরানে সহে
না হায় রে, বেঁচে থাকতে এত জ্বালা এই পরানে
সহে না মরণজ্বালায় জ্বলি আমি পরানের রুবি বুঝলো
না বেঁচে থাকতে এত জ্বালা এই পরানে সহে না
হায় রে, বেঁচে থাকতে এত জ্বালা এই পরানে সহে
না মরণজ্বালায় জ্বলি আমি পরানের রুবি বুঝলো না
বেঁচে থাকতে এত জ্বালা এই পরানে সহে না