Album: Moyna Cholat Cholat Chole Re
Music: Mahtim Shakib, Traditional
Lyrics: Traditional
Label: Protune
Released: 2023-06-05
Duration: 03:58
Downloads: 12095
ময়না ছলাৎ ছলাৎ ময়না ছলাৎ ছলাৎ চলে রে পেছন
পানে চায় না রে মন ধুকপুক-ধুকপুক করে রে তর
লাগি উতলা রে শাল-পিয়ালের বন থেইকা ঐ জংলা
নদীর পাড়েতে তর সঙ্গ লই ঘুরঘুর করুম এই বাসনা
প্রাণে ময়না ছলাৎ ছলাৎ ময়না ছলাৎ ছলাৎ চলে
রে পেছন পানে চায় না রে মন ধুকপুক-ধুকপুক করে
রে তর লাগি উতলা রে শাল-পিয়ালের বন থেইকা
ঐ জংলা নদীর পাড়েতে তর সঙ্গ লই ঘুরঘুর করুম
এই বাসনা প্রাণে ময়না ছলাৎ ছলাৎ দূর-দূর তোর
ঐ মনটা লইয়া যাবো বাগানটায় লাল-হলুদ ফুল দিয়া বুই
বান্ধিবো খোঁপায় দূর-দূর তোর ঐ মনটা লইয়া যাবো বাগানটায়
লাল-হলুদ ফুল দিয়া বুই বান্ধিবো খোঁপায় সাধের পির্তিমা
গইড়া রাখুম চোখের তারাটায় রানী হইয়া রইবি মোর এই
হুহু-হুহু পরানটায় ছলাৎ ছলাৎ ময়না ছলাৎ ছলাৎ চলে
রে পেছন পানে চায় না রে মন ধুকপুক-ধুকপুক করে
রে তর লাগি উতলা রে শাল-পিয়ালের বন থেইকা
ঐ জংলা নদীর পাড়েতে তর সঙ্গ লই ঘুরঘুর করুম
এই বাসনা প্রাণে ময়না ছলাৎ ছলাৎ ময়না ছলাৎ
ছলাৎ মন চায় তোরে রাখুম ধরে ঝাপট দিয়া,
হায় চাঁন্দ-তারা তোর লাগি আনুম হুকুমটায় মন চায় তোরে
রাখুম ধরে ঝাপট দিয়া, হায় চাঁন্দ-তারা তোর লাগি আনুম
হুকুমটায় সাধের পির্তিমা গইড়া রাখুম চোখের তারাটায় রানী
হইয়া রইবি মোর এই হুহু-হুহু পরানটায় ছলাৎ ছলাৎ
ময়না ছলাৎ ছলাৎ ময়না ছলাৎ ছলাৎ চলে রে পেছন
পানে চায় না রে মন ধুকপুক-ধুকপুক করে রে তর
লাগি উতলা রে শাল-পিয়ালের বন থেইকা ঐ জংলা
নদীর পাড়েতে তর সঙ্গ লই ঘুরঘুর করুম এই বাসনা
প্রাণে ময়না ছলাৎ ছলাৎ ময়না ছলাৎ ছলাৎ
ময়না ছলাৎ ছলাৎ চলে রে ময়না ছলাৎ ছলাৎ চলে
রে ময়না ছলাৎ ছলাৎ চলে রে ময়না ছলাৎ ছলাৎ
চলে রে