Album: Na Bachabe Amay Jodi
Singer: Rahul Mitra Mustafi
Music: Rabindranath Thakur
Lyrics: Rabindranath Thakur
Label: Bengal Pictures
Released: 2023-07-20
Duration: 04:58
Downloads: 3528
না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে? না বাঁচাবে
আমায় যদি মারবে কেন তবে? কিসের তরে এই আয়োজন
এমন কলরবে? না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে?
অগ্নিবাণে তূণ যে ভরা চরণভরে কাঁপে ধরা অগ্নিবাণে
তূণ যে ভরা চরণভরে কাঁপে ধরা জীবনদাতা মেতেছ যে
মরণ-মহোৎসবে না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে?
বক্ষ আমার এমন করে বিদীর্ণ যে করো উৎস
যদি না বাহিরায় হবে কেমনতরো? বক্ষ আমার এমন
করে বিদীর্ণ যে করো উৎস যদি না বাহিরায় হবে
কেমনতরো? এই যে আমার ব্যথার খনি জোগাবে ওই
মুকুটমণি এই যে আমার ব্যথার খনি জোগাবে ওই মুকুটমণি
মরণদুখে জাগাবে মোর জীবন-বল্লভে না বাঁচাবে আমায় যদি
মারবে কেন তবে? না বাঁচাবে আমায় যদি মারবে কেন
তবে? না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে?