Album: Naam Na Jana Pakhi Female
Singer: Shreya Ghoshal
Music: Anindya Chattopadhyay
Lyrics: Anindya Chattopadhyay
Label: Amara Muzik
Released: 2020-03-09
Duration: 04:07
Downloads: 548455
হম-হম-হম-হম, হম-হম-হম-হম হম-হম-হম-হম, হম-হম-হম-হম আজ এক নাম না
জানা কোনো পাখি ডাক দিলো ঠোঁটে নিয়ে খড়কুটো আজ
এলো কোন অজানা বিকেল গান দিলো গোধূলী এক দু-মুঠো
তুমি যাবে কি? বলো যাবে কি? দেখো ডাকছে,
ডাকলো কেউ তুমি পাবে কি? পা-পাবে কি? সামনে বেপরোয়া
ঢেউ ছুঁয়ে দিলে সোনাকাঠি খুঁজে পাই যদি যাই
ভেসে, এমনি ভেসে যাই ছুঁয়ে দিলে সোনাকাঠি খুঁজে পাই
যদি যাই ভেসে এমনি ভেসে যাই আজ এক
নাম না জানা কোনো হাওয়া চোখ বুজে ভাবছে বেয়াদব
ধুলো টুপ-টাপ বৃষ্টি ফোটা গেলো থেমে ভেজা-ভেজা খিড়কি দরজা
তুমি খোলো তুমি যাবে কি? বলো যাবে কি?
দেখো ডাকছে, ডাকলো কেউ তুমি পাবে কি? পা-পাবে কি?
সামনে বেপরোয়া ঢেউ ছুঁয়ে দিলে সোনাকাঠি খুঁজে পাই
যদি যাই ভেসে এমনি ভেসে যাই ছুঁয়ে দিলে সোনাকাঠি
খুঁজে পাই যদি যাই ভেসে এমনি ভেসে যাই
হম-হম-হম-হম, হম-হম-হম ম-হম-হম-হম-হম, -হম-হম হম-হম-হম-হম, হম-হম-হম-হম-হম আজ যদি
গল্প হয়, চুপচাপ রূপকথার লাল, নীল, কমলা রোদ Canvas
এ (Canvas এ) আ-আজ যদি বৃষ্টি হয় যেন প্রানপনে
ভিজবো খুব (প্রানপনে ভিজবো খুব) রামধনু উঠবে ঠিক Fantasy
(Fantasy) তুমি যাবে কি? বলো যাবে কি? দেখো
ডাকছে, ডাকলো কেউ তুমি পাবে কি? পা-পাবে কি? সামনে
বেপরোয়া ঢেউ ছুঁয়ে দিলে সোনাকাঠি খুঁজে পাই যদি
যাই ভেসে এমনি ভেসে যাই ছুঁয়ে দিলে সোনাকাঠি খুঁজে
পাই যদি যাই ভেসে এমনি ভেসে যাই ছুঁয়ে
দিলে সোনাকাঠি খুঁজে পাই (ওহ-ওহ-ওহ) যদি যাই ভেসে এমনি
ভেসে যাই (ওহ-ওহ-ওহ) ছুঁয়ে দিলে সোনাকাঠি খুঁজে পাই (ওহ-ওহ-ওহ)
যদি যাই ভেসে এমনি ভেসে যাই (ওহ-ওহ-ওহ)