Album: Neelanjana
Singer: Shakib Ul Islam, Muzayed Imam Bishal, Yeamin Abrar, Mirza Sabir, Faiaz Bin Alam
Music: Encore, Shakib Ul Islam, Muzayed Imam Bishal, Yeamin Abrar, Mirza Sabir, Faiaz Bin Alam
Lyrics: Shakib Ul Islam
Label: ME Label
Released: 2023-04-20
Duration: 06:00
Downloads: 896
হে নীলাঞ্জনা, সাথে যাবে কি আমার? যদি দিতে পারো
একটি বিকেল ঘুরে আসি অজানায় হে নীলাঞ্জনা, বেলা হলো
শেষ চাইলে ভেবে দেখো আরেকবার বাড়াবার আগে হাত
তোমায় ছাড়া নীল গালিচায় একটুও ওড়া যায় না তুমিহীনা
মেঘের বাগিচায় রংধনু ছড়ায় না, না, না আমার বুকে
মাথা রেখে তুমি ধরতে কত বায়না আমার দেয়া নীল
শাড়িটায় আর বুঝি মানায় না, না, না আজ
সবই তোমার ওপর, আর তুমি আমার ভেতর নীল আকাশে
ডানা মেলে অজানায় অবেলায় হারাতে ছিল সবই তোমার ওপর,
আর তুমি আমার ভেতর পাল তুলে নীল সাগরে পাড়ি
দাও বহুদূর জাহাজে রিক্ত শূন্য দেহতে আজও চোখের
পাতা মেলে রাখি যদি আসো ফিরে বেদনার নীল পাহাড়
ভেঙে প্রতিশ্রুতির আদলে যে প্রাসাদ গড়েছিলে তা ভেঙে তিলে
তিলে তোমায় ছাড়া নীল গালিচায় একটুও ওড়া যায়
না তুমিহীনা মেঘের বাগিচায় রংধনু ছড়ায় না, না, না,
না আমার বুকে মাথা রেখে তুমি ধরতে কত বায়না
আমার দেয়া নীল শাড়িটায় আর বুঝি মানায় না, না,
না আজ সবই তোমার ওপর, আর তুমি আমার
ভেতর নীল আকাশে ডানা মেলে অজানায় অবেলায় হারাতে ছিল
সবই তোমার ওপর, আর তুমি আমার ভেতর পাল তুলে
নীল সাগরে পাড়ি দাও বহুদূর জাহাজে আজ সবই
তোমার ওপর, আর তুমি আমার ভেতর পাল তুলে নীল
সাগরে পাড়ি দাও বহুদূর জাহাজে