DJJohal.Com

Nilanjana Iii Dulchhe Haoay by Nachiketa
download Nachiketa  Nilanjana Iii Dulchhe Haoay mp3 Single Tracks song

Album: Nilanjana Iii Dulchhe Haoay

Singer: Nachiketa

Music: Nachiketa

Lyrics: Nachiketa

Label: Saregama

Released: 1995-05-01

Duration: 08:16

Downloads: 210446

Get This Song Get This Song
song Download in 320 kbps
Share On

Nilanjana Iii Dulchhe Haoay Song Lyrics

HMV-′র সাথে আমার সম্পর্কের প্রায় ১২ বছর অতিক্রম হলো
১২ বছরে আমি অনেকটা পথ পার হয়েছি এগিয়েছি না
পেছিয়েছি সেটা ভবিষ্যৎ বলবে, শ্রোতারা বলবেন আর, আমার মনে
পড়ে সেই দিনটা আরকি যেদিন আমাকে HMV-তে ডাকা হয়েছিলো
আরকি তখন সোমনাথ দা ছিলেন, সোমনাথ দা আমাকে খুব
উৎসাহ দিয়েছিলেন আমি খুব Tensed ছিলাম বিষয়টা কী দাঁড়াবে
কারণ একদম নতুন রকম গান, আর আমি একজন নতুন
শিল্পী তো আমি দেখলাম ওনারা খুব Confident ছিলেন আমার
ব্যাপারে Mr. রাভি কিচকু ছিলেন উনি যেভাবে হোক কীজানি
কীভাবে বুঝলাম না আমার গান শুনেছিলেন, Demo শোনার পরে
খুব Confident ছিলেন তারপরে যাই হোক, Cassette তো Release
হলো 'এই বেশ ভালো আছি′ আমরা এইরকমই একটা জায়গাতে
বাস করছি, এই অবস্থাতেই আছি অথচ বলছি, 'এই বেশ
ভালো আছি' যাই হোক, সেই Cassette Release করেছিল এবং
সে Cassette মানুষের মধ্যে Benifit করেছিল গান মানুষ গান
খুব ভালোভাবে নিয়েছিল আরকি 'কে যায়' Album-এ আমার প্রিয়
গান 'নীলাঞ্জনা Part-3' কারণ প্রথমে এরকম কোনো গান বাংলা
গানের ইতিহাসে লেখা হয়নি যে গানটা একটা পুরো একটা
ডে- একটা Suicide-কে Describe করা হচ্ছে একটা আত্মহত্যাকে বর্ণনা
করা হচ্ছে আগে একটু Nostalgic আছে ব্যাপারটা, কারণ এর
আগের দুটো Part আছে First Part, Second Part একটা
মানু- একটা মহিলা, একজন প্রেমিকার পরিণতি আস্তে Suicide-এ কেন
আসছে এখানে Suicide-টা কিন্তু হেরে যাওয়া মানুষের নয়, এটা
প্রতিবাদ System-এর Against-এ একটা প্রতিবাদ হিসেবে দেখানো হয়েছিলো আরকি
গানটা তো, আমার খুব প্রিয় গান দুলছে হাওয়ায়,
না-না-না ফুল নয় দখিনা বাতাসে এ নাগপাশে সময় নয়
দুলছে হাওয়ায়, না-না-না ফুল নয় দখিনা বাতাসে এ
নাগপাশে সময় নয় দুলছে হাওয়ায়, না-না-না ফুল নয় দখিনা
বাতাসে এ নাগপাশে সময় নয় খোলা বারান্দায়, এ
নির্জনতায় Ceiling-এর বন্ধনে, মাটির ব্যবধানে দুলছে স্খলিত বসনা নীলাঞ্জনা,
নীলাঞ্জনা, নীলাঞ্জনা প্রেমিকের স্পর্শ আনবেনা শিহরণ আর ঐ
মনে Care Of Footpath নচিকেতা দু′টি হাত শূণ্যে ছুড়বে
ফাঁকা আস্ফালনে উড়ছে মাছি, না-না-না ভোজ নয় সে
আজও একা, তাই ঘিরে মাছিরাই রয় খোলা বারান্দায়,
এ নির্জনতায় Ceiling-এর বন্ধনে, মাটির ব্যবধানে দুলছে স্খলিত বসনা
নীলাঞ্জনা (নীলাঞ্জনা), নীলাঞ্জনা (নীলাঞ্জনা), নীলাঞ্জনা (নীলাঞ্জনা) লাশকাটা ঘরে
যদি চেরা হয় তার বুক সঙ্গোপনে দেখবে সেখানে রাখা
বিবর্ণ একমুঠো স্বপ্ন যতনে যে স্বপ্ন কোনো কিশোরের দেয়া
উপহার গানের ভাষায় যে স্বপ্ন প্রথাগত মিথ্যে কপট সংসারের
আশায় এখন সময়, না-না-না রাত্রি নয় সে আজ
জীবনরাত্রি পেরিয়ে গেছে হায় এখন সময়, না-না-না রাত্রি নয়
সে আজ জীবনরাত্রি পেরিয়ে গেছে হায় খোলা বারান্দায়,
এ নির্জনতায় Ceiling-এর বন্ধনে, মাটির ব্যবধানে দুলছে স্খলিত বসনা
নীলাঞ্জনা (নীলাঞ্জনা), নীলাঞ্জনা (নীলাঞ্জনা), নীলাঞ্জনা (নীলাঞ্জনা) নীলাঞ্জনা (ও নীলাঞ্জনা),
নীলাঞ্জনা (নীলাঞ্জনা)...

Related Songs

» Eka Eka Path Chala (Nachiketa) » Sakal Theke Lookochuri (Nachiketa) » Roj Ghoom Thekey Otha (Nachiketa) » Nilanjana Ii Hoyto Karo Buke Matha Rekhe (Nachiketa) » Kono Ek Meye (Nachiketa) » Nagar Jiban (Nachiketa) » Nilanjana Iv Phire Eso Phire (Nachiketa) » Ami Mukkhu Sukkhu Manush (Nachiketa) » Anirban Nachiketa (Nachiketa) » Kolkata (Nachiketa)