Album: Nissho
Music: Mahtim Shakib, Ankita Bhattacharya, Vishaal Roy, Alamin Islam
Lyrics: Vishaal Roy
Label: Sunshine
Released: 2022-10-25
Duration: 04:58
Downloads: 2032
নিঃস্ব হয়ে আমি, ভালো আছো তুমি যেন অকারণে রয়ে
গেছে রেশ আজও বেশ কেন বয়ে যায় বেলা, খালি
মিথ্যে অবহেলা থাকতে চাই না আর একলা এমন করে
ও মন, এখন যেও না চলে আমায় ছেড়ে
ও মন, অকারণ হাঁটবো আবার ফের হাতটি ধরে
এত গল্প জুড়ে তুমি, এ হৃদয় মরুভূমি নানা অছিলায়
আজও বলে যায়, 'তোমাকে চাই' চলো চলে যাই দেশে,
চোখের কাজলে ভেসে কথা দিও একটু হেসে কাছে টেনে
ও মন, এখন যেও না চলে আমায় ছেড়ে
ও মন, অকারণ হাঁটবো আবার ফের হাতটা ধরে
নিঃস্ব হয়ে আমি, ভালো আছো তুমি যেন অকারণে রয়ে
গেছে রেশ আজও বেশ কেন বয়ে যায় বেলা, খালি
মিথ্যে অবহেলা থাকতে চাই না আর একলা এমন করে
ও মন, এখন যেও না চলে আমায় ছেড়ে
ও মন, অকারণ হাঁটবো আবার ফের হাতটি ধরে
ও মন, এখন যেও না চলে আমায় ছেড়ে ও
মন, অকারণ হাঁটবো আবার ফের হাতটি ধরে এত
সময় জুড়ে আমি, এই গল্প বেনামি আজ মন শুধু
বলে যায়, 'তোমাকে চাই' চলো একটু একটু এসে মেঘের
পালকে ভেসে কথা দিও একটু হেসে কাছে টেনে