Album: Niye Gele
Singer: Popeye
Music: Popeye
Lyrics: Popeye
Label: Universal Music India .
Released: 2015-07-15
Duration: 04:24
Downloads: 5385
কেঁদেছি কত গোপনে, জানোনি তুমি ডেকেছি তোমায় এই মনে,
শোনোনি তুমি কত রাতে জেগে ভেবেছি তোমার কথা জানতে
যদি ছাড়া তোমায় কতটা একা জেনেছ শুধু যা
ভেবেছ মেনে নিয়েছ যা চেয়েছ একবারও না, কখনো না
ভালোবাসি তুমি বুঝেছ নিয়ে গেলে সবকিছু শুধু ফেলে
নিজেকে আজও স্মৃতিরা তোমার আমায় ঘিরে রাখে নিয়ে গেলে
সবকিছু শুধু রেখে নিজেকে আজও তোমারই ছবি আমার চোখে
ভাসে ′বদলে গেছি, গেছি ভুলে' - এই আমায়
ভাবো এসে তবে দেখো যদি কখনো পারো তোমার ছিলাম,
তোমার আছি, তোমারই রবো কী যে ছিলে তুমি আমার
বুঝলে না আদৌ বুঝেছ শুধু যা দেখেছ মেনে
নিয়েছ যা চেয়েছ একবারও না, কখনো না ভালোবাসি তুমি
বুঝেছ নিয়ে গেলে সবকিছু শুধু রেখে নিজেকে আজও
স্মৃতিরা তোমার, আমায় ঘিরে রাখে নিয়ে গেলে সবকিছুই, নিলে
না নিজেকে আজও তোমারই ছবি আমার চোখে ভাসে ভাসে,
ওহ সে দুটি চোখ তোমার, আমি ভুলতে পারিনি
তো শুধু তুমিই একা ছিলে এ মনের মতো আমার
হৃদয়জুড়ে যেন তোমারই মায়া হয়তো তুমি নেই সাথে, তবু
হয়ে আছ ছায়া, ও আমার হৃদয়জুড়ে যেন তোমারই মায়া
হয়তো তুমি নেই সাথে, তবু হয়ে আছ ছায়া
তবু জেনেছ যা ভেবেছ মনে রেখেছ যা চেয়েছ একবারও
না, কখনো না ভালোবাসি তুমি বুঝেছ নিয়ে গেলে
সবকিছু নিলে না নিজেকে আজও স্মৃতিরা তোমার আমায় ঘিরে
রাখে নিয়ে গেলেই সবকিছুই নিলে না নিজেকে আজও তোমারই
ছবি আমার চোখে ভাসে নিয়ে গেলে- নিয়ে গেলে-
নিয়ে গেলে- নিয়ে গেলে-