Album: Noyon Tomare
Singer: Durnibar Saha
Music: Rabindranath Tagore
Lyrics: Rabindranath Tagore
Label: Naba Robi Kiron
Released: 2022-04-17
Duration: 06:45
Downloads: 2143
নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে হৃদয়
তোমারে পায় না জানিতে হৃদয়ে রয়েছ গোপনে রয়েছ নয়নে
নয়নে নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে
নয়নে বাসনার বশে মন অবিরত ধায় দশ দিশে
পাগলের মতো বাসনার বশে মন অবিরত ধায় দশ দিশে
পাগলের মতো স্থির-আঁখি তুমি মরমে সতত জাগিছ শয়নে স্বপনে
রয়েছ নয়নে নয়নে নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে নয়নে সবাই ছেড়েছে, নাই যার কেহ
তুমি আছ তার আছে তব স্নেহ নিরাশ্রয় জন, পথ
যার গেহ সেও আছে তব ভবনে রয়েছ নয়নে নয়নে
তুমি ছাড়া কেহ সাথি নাই আর সমুখে অনন্ত
জীবনবিস্তার কালপারাবার করিতেছ পার কেহ নাহি জানে কেমনে রয়েছ
নয়নে নয়নে নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ
নয়নে নয়নে জানি শুধু তুমি আছ তাই আছি
তুমি প্রাণময় তাই আমি বাঁচি যত পাই তোমায় আরো
তত যাচি যত জানি তত জানি নে যত জানি
তত জানি নে জানি আমি তোমায় পাব নিরন্তর
লোক-লোকান্তরে, যুগ-যুগান্তর তুমি আর আমি মাঝে কেহ নাই কোনো
বাধা নাই ভুবনে রয়েছ নয়নে নয়নে নয়ন তোমারে
পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে