Album: O Kopal Re
Music: Miraj Khan
Lyrics: Miraj Khan
Label: Ripon Media
Released: 2023-07-02
Duration: 03:45
Downloads: 1125
ও কপাল রে এই ভাগ্যে কি ওই বিধাতা সুখ
লেখে নাই? ও কপাল রে এই ভাগ্যে কি ওই
বিধাতা সুখ লেখে নাই? জন্ম থেকে জ্বলছি আমি,
কপাল আমার পোড়া পোড়া কপাল কখনো কি নেয় গো
হায় রে জোড়া? ও কপাল রে এই কপালে
ওই বিধাতা সুখ লেখে নাই অমঙ্গলের দুনিয়াতে আমার
বাস চলন সাঁই, তোমারই দুনিয়াতে নাই কেউ আপনজন অমঙ্গলের
দুনিয়াতে আমার বাস চলন সাঁই, তোমারই দুনিয়াতে নাই কেউ
আপনজন জন্ম থেকে জ্বলছি আমি, কপাল আমার পোড়া
পোড়া কপাল কখনো কি নেয় গো হায় রে জোড়া?
ও কপাল রে তোর ভাগ্যে কি ওই বিধাতা
সুখ লেখে নাই? ও কপাল রে তোর ভাগ্যে কি
ওই বিধাতা সুখ লেখে নাই? দুঃখে ভরা জীবন
আমার, কষ্টে ঝরে আঁখি ভালোবাসার পাখি আমায় দিয়ে গেছে
ফাঁকি দুঃখে ভরা জীবন আমার, কষ্টে ঝরে আঁখি ভালোবাসার
পাখি আমায় দিয়ে গেছে ফাঁকি জন্ম থেকে জ্বলছি
আমি, কপাল আমার পোড়া পোড়া কপাল কখনো কি নেয়
গো হায় রে জোড়া? ও কপাল রে তোর
ভাগ্যে কি ওই বিধাতা সুখ লেখে নাই? ও কপাল
রে এই ভাগ্যে কি ওই বিধাতা সুখ লেখে নাই?
ও কপাল রে তোর ভাগ্যে কি ওই বিধাতা সুখ
লেখে নাই? জন্ম থেকে জ্বলছি আমি, কপাল আমার
পোড়া পোড়া কপাল কখনো কি নেয় গো হায় রে
জোড়া? ও কপাল রে এই কপালে ওই বিধাতা
সুখ লেখে নাই