Album: Obelay
Singer: Srabani Roy
Music: Rabindranath Thakur
Lyrics: Rabindranath Thakur
Label: Bengal Pictures
Released: 2023-07-21
Duration: 05:44
Downloads: 1167
অবেলায় যদি এসেছ আমার বনে দিনের বিদায়ক্ষণে অবেলায় যদি-
গেয়ো না, গেয়ো না চঞ্চল গান ক্লান্ত এ সমীরণে
অবেলায় যদি এসেছ- ঘন বকুলের ম্লান বীথিকায় শীর্ণ
যে ফুল ঝরে ঝরে যায় ঘন বকুলের ম্লান বীথিকায়
শীর্ণ যে ফুল ঝরে ঝরে যায় তাই দিয়ে
হার কেন গাঁথ হায় লাজ বাসি তায় মনে চেয়ো
না, চেয়ো না মোর দীনতায় হেলায় নয়ন-কোণে অবেলায়
যদি এসেছ- এসো এসো কাল রজনীর অবসানে প্রভাত-আলোর
দ্বারে যেয়ো না, যেয়ো না অকালে হানিয়া যেয়ো না
সকালের কলিকারে এসো এসো কাল রজনীর অবসানে প্রভাত-আলোর
দ্বারে যেয়ো না, যেয়ো না অকালে হানিয়া যেয়ো না
সকালের কলিকারে এসো এসো যদি কভু সুসময় নিয়ে
আসে তার ভরা সঞ্চয় এসো এসো যদি কভু সুসময়
নিয়ে আসে তার ভরা সঞ্চয় চিরনবীনের যদি ঘটে
জয় সাজি ভরা হয় ধনে নিয়ো না, নিয়ো না
মোর পরিচয় এ ছায়ার আবরণে অবেলায় যদি এসেছ
আমার বনে দিনের বিদায়ক্ষণে অবেলায় যদি- গেয়ো না, গেয়ো
না চঞ্চল গান ক্লান্ত এ সমীরণে অবেলায় যদি এসেছ-