Album: Obohela
Singer: Asheq Manzur
Music: Mahtim Shakib, Sheikh Mohammad Razoan
Lyrics: Sabuz Oronno
Label: YR Music
Released: 2021-04-12
Duration: 04:53
Downloads: 16783
আমি মানবোনা হার তুমি ফিরিয়ে দাও যতো বার করা
নারবো তোমার দরজায় আমি ফেরাবো না মন তুমি দুঃখ
দাও যত কারণ আমি সইবো যতোটা পারা যায় তুমি
ফিরিয়ে দেবে জেনেও আমি তোমার কাছেই এসেছি সব কপালে
ভালো বাসা থেকে না আমি না হয় সেই দলেই
থাকলাম তোমার করা অবহেলা টাই ভালো বেসে বুকে তুলে
রাখলাম আমি আমার বলতে এই পৃথিবীতে তোমাকেই জেনেছিই
ভালো বাসার বদলে তোমার কাছেই অবহেলা ই কিনেছি আমি
আমার বলতে এই পৃথিবীতে তোমাকেই জেনেছিই ভালো বাসার বদলে
তোমার কাছেই অবহেলা ই কিনেছি তুমি ফিরিয়ে দেবে জেনেও
আমি তোমার কাছেই এসেছি সব কপালে ভালো বাসা থেকে
না আমি না হয় সেই দলেই থাকলাম তোমার করা
অবহেলা টাই ভালো বেসে বুকে তুলে রাখলাম ওওওও ওওওও
ওওওও --------- আমি আসার আলোতে খুব আঁধারে তোমাকেই
দেখেছি প্রিয় দুঃখ ভেবে বুকের মাঝে তোমাকেই রেখেছি আমি
আসার আলোতে খুব আঁধারে তোমাকেই দেখেছি প্রিয় দুঃখ ভেবে
বুকের মাঝে তোমাকেই রেখেছি তুমি ফিরিয়ে দেবে জেনেও আমি
তোমার কাছেই এসেছি সব কপালে ভালো বাসা থেকে না
আমি না হয় সেই দলেই থাকলাম তোমার করা অবহেলা
টাই ভালো বেসে বুকে তুলে রাখলাম I Love
You Sarmistha