Album: Olper Porichoy Banglar Gaan
Singer: Debayan Banerjee
Lyrics: Niladri Banerjee
Label: Shree Venkatesh Films Pvt. Ltd.
Released: 2023-02-10
Duration: 04:37
Downloads: 22615
আমার চেনা ইচ্ছের কোলাহল, আর দিক ভুল অঞ্চল ছিল
আলোর আশায় তোমার সাথে অল্পের পরিচয় আজও গল্পই মনে
হয় কোনো নতুন ভাষায় আমার চেনা ইচ্ছের কোলাহল
আর দিক ভুল অঞ্চল ছিল আলোর আশায় তোমার সাথে
অল্পের পরিচয় আজও গল্পই মনে হয় কোনো নতুন ভাষায়
হোক, আরও হোক ওই প্রিয় চোখ ঘুম মাখা
শিশির কুড়োক সরিয়ে পিছুটান, নতুন অভিযান আদরে মোড়া প্রেমের
পালক মুখোমুখি লাগছে বেশ সাজিয়ে নতুন দিন আলোয়
মাখা স্বপ্ন-দেশ লাগছে খুব রঙিন মুখোমুখি লাগছে বেশ সাজিয়ে
নতুন দিন আলোয় মাখা স্বপ্ন-দেশ লাগছে খুব রঙিন
অল্প কথায় গল্প সাজাই তুমি জানি আমার হবে আমিও
সেই ডুব জলেতেই খুব সহজেই যাচ্ছি ডুবে তোমার
ঠোঁটে আদুরে ডাকনাম যেন একটাই পরিণাম ছিল ভালোবাসার আমার
সাথে অল্পের পরিচয় আজও গল্পই মনে হয় যেন নতুন
ভাষার হোক, আরও হোক ওই প্রিয় চোখ ঘুম
ভাঙা শিশির কুড়োক সরিয়ে পিছুটান, নতুন অভিযান আদরে মোড়া
প্রেমের পালক হোক, আরও হোক ওই প্রিয় চোখ
ঘুম মাখা শিশির কুড়োক সরিয়ে পিছুটান, নতুন অভিযান আদরে
মোড়া প্রেমের পালক