Album: Ondho Hoye Jaao
Singer: Ishan Mitra
Music: Amit-Ishan
Lyrics: Debaloy Bhattacharya
Label: Shree Venkatesh Films Pvt. Ltd.
Released: 2020-12-13
Duration: 03:52
Downloads: 537849
কেন চেয়ে আছো আলোর দিকে? আলো হয়ে আছে ভীষণ
ফিকে ভেসে যাবে যত বেহায়া বিকেল গল্প করে নাও
হয়তো জানে না কোন সে বাতাসে ভেসে যাবে
যত পালক আকাশে কেউ তো জানে না কোন ইতিহাসে
আগেও এসেছে বিকেল তুমি অন্ধ হয়ে যাও আমায়
গন্ধে চিনে নাও আমি কষ্টের কাছে আনাচে কানাচে ঘুরবো
অছিলায় তুমি অন্ধ হয়ে যাও আমায় গন্ধে চিনে
নাও তুমি অন্ধ হয়ে যাও আমায় গন্ধে চিনে নাও
শ্মশানে, মশানে, যত মহাস্নানে ফসিলের দেশে সময়ের দামে
গির্জার রাতে, কাফিরের সাথে সঙ্গ করেছি কাল আজ
ভেসে ওঠে মৃত চাল তুমি মুগ্ধ হতে চাও তুমি
প্রভাতুর গান গাও আমি চিহ্ন খুঁজে যাই তুমি
অন্ধ হয়ে যাও আমায় গন্ধে চিনে নাও আমি কষ্টের
কাছে আনাচে কানাচে ঘুরবো অছিলায় তুমি অন্ধ হয়ে
যাও আমায় গন্ধে চিনে নাও তুমি অন্ধ হয়ে যাও
আমায় গন্ধে চিনে নাও