Album: Onek Bhalobashi
Singer: Mahtim Shakib
Music: Humaira Eshika, Mahtim Shakib, Adib Kabir
Lyrics: Robiul Islam Jibon
Label: Dhruba Music Station
Released: 2022-01-03
Duration: 04:19
Downloads: 3529
মনের ভেতর রেখে তোমার অনেক ভালোবাসি কতশত বাহানাতে তোমার
কাছে আসি একটু করে তাকাও যদি বুকে বহে
সুখের নদী তুমি নামের স্বপ্নস্রোতে নিত্য আমি ভাসি
মনের ভেতর রেখে তোমার অনেক ভালোবাসি কতশত বাহানাতে তোমার
কাছে আসি ইচ্ছেগুলো ইচ্ছে করে তোমার কাছে হেরে
যায় দেখা দিলে, কথা হলে মায়া আরো বেড়ে যায়
স্বর্গ যেন ডাকে তুমি থাকলে পাশাপাশি মনের
ভেতর রেখে তোমার অনেক ভালোবাসি কতশত বাহানাতে তোমার কাছে
আসি গল্পগুলো গল্প ছলে তোমার কাছে যেতে চায়
রাত্রি-ভোরে বাহুডোরে তোমায় শুধু পেতে চায় স্বর্গ যেন
ডাকে তুমি থাকলে পাশাপাশি মনের ভেতর রেখে তোমার
অনেক ভালোবাসি কতশত বাহানাতে তোমার কাছে আসি মনের
ভেতর রেখে তোমার অনেক ভালোবাসি কতশত বাহানাতে তোমার কাছে
আসি